বুধবার ২৯ অক্টোবর ২০২৫ - ১৮:৫০
হযরত জয়নাব (সা.আ.)—ইসলামী সমাজে নারীর শালীনতা ও দায়িত্বশীলতার চিরন্তন আদর্শ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মহাসচিব আয়াতুল্লাহ আহমদ জান্নাতি বলেছেন, হযরত জয়নাব (সা.আ.) ইসলামী সমাজে নারীর শালীন, দায়িত্বশীল ও দৃঢ় উপস্থিতির চিরন্তন আদর্শ।

হাওজা নিউজ এজেন্সি: গার্ডিয়ান কাউন্সিলের আজকের বৈঠকের শুরুতে তিনি হযরত জয়নাব (সা.আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, “এই সপ্তাহের সোমবার ছিল সেই মহীয়সী নারীর জন্মদিন, যিনি শালীনতা, দায়িত্ববোধ ও অটল দৃঢ়তার অনুপম প্রতীক।”

তিনি ইসলামী সংস্কৃতিতে হযরত জয়নাব (সা.আ.)-এর মহান মর্যাদা তুলে ধরে বলেন, “মাসুম ইমামগণ তাঁর (সা.আ.) সম্পর্কে যে উচ্চ বাণীসমূহ উচ্চারণ করেছেন, তা প্রমাণ করে যে মানুষ যদি ইসলামের শিক্ষাকে সঠিকভাবে উপলব্ধি করে ও তা বাস্তব জীবনে প্রয়োগ করে, তবে সে মানবিক মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে।”

আয়াতুল্লাহ জান্নাতি আরও বলেন, “হযরত জয়নাব (সা.আ.)-এর জীবন ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক তুলে ধরা দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

কারবালার ঐতিহাসিক ঘটনাবলিতে তাঁর অনন্য ভূমিকা ছিল এক ধারাবাহিক ঈমানদার জীবনের ফল, যা গড়ে উঠেছিল কুরআনিক শিক্ষার ভিত্তিতে।”

তিনি আরও যোগ করেন, “হযরত জয়নাব (সা.আ.)-এর জীবনধারা ও আদর্শকে শিল্পসম্মতভাবে সমাজে উপস্থাপন করাই হচ্ছে সেই শ্রেষ্ঠ উপায়, যার মাধ্যমে ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে শত্রুদের ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণার যথাযথ জবাব দেওয়া সম্ভব।”

পশ্চিমা সভ্যতায় নারীর প্রতি দৃষ্টিভঙ্গির সমালোচনা করে আয়াতুল্লাহ জান্নাতি বলেন, “পশ্চিমা সভ্যতা নারীকে ভোগবাদী ও শোষণমূলক দৃষ্টিতে দেখে; তাই তারা কখনও একটি নির্ভরযোগ্য ও স্থায়ী নারীর আদর্শ উপস্থাপন করতে পারেনি। কিন্তু ইসলামের দৃষ্টিতে নারী এমন এক অমলিন মর্যাদার অধিকারী, যা কখনও ক্ষুণ্ণ হয় না। ইসলামী আদর্শই নারীদের প্রকৃত সাফল্য, মর্যাদা ও কল্যাণের পথ প্রদর্শন করে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha