হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মুম্বাইয়ের ইমামে জুমা ও “জামিয়াতুল ইমাম আমিরুল মুমিনিন (আ.)” (নাজাফি হাউস)-এর পরিচালক হুজ্জাতুল ইসলাম সৈয়দ আহমদ আলী আবেদি, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ড. আলী জাদেহ মুসাভীর দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এই বৈঠকে দুই আলেম উপমহাদেশে মেধাবী ও অগ্রগণ্য তুল্লাব (ছাত্র)-দের বৌদ্ধিক ও আদর্শিক প্রশিক্ষণ, ইসলামী ও আহলে বাইত (আ.) চিন্তাধারার প্রচার এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকা নিয়ে আলোচনা করেন।
হুজ্জাতুল ইসলাম সৈয়দ আহমদ আলী আবেদি বলেন,
উপমহাদেশের হাওজায়ে ইলমিয়াগুলোর জন্য প্রয়োজন যে তারা মেধাবী ও অগ্রগণ্য ছাত্রদের জ্ঞান ও চিন্তাগত প্রশিক্ষণকে অগ্রাধিকারের তালিকায় রাখুক, যাতে প্রভাবশালী ও দূরদৃষ্টিসম্পন্ন একটি প্রজন্ম গড়ে ওঠে।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ড. আলী জাদেহ মুসাভী বলেন,
বাংলাদেশে ধর্মীয় ও একাডেমিক প্রতিষ্ঠানগুলো যে স্বনির্ভর কাঠামো স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠা করেছে, সেটিই তাদের স্থায়িত্ব ও সাফল্যের প্রধান কারণ। তিনি জোর দিয়ে বলেন,
উপমহাদেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও নিজেদের বাস্তবতার আলোকে এমন শক্তিশালী ও স্বনির্ভর কাঠামো গড়ে তোলা উচিত, যাতে জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রম ধারাবাহিকভাবে বিকশিত হতে পারে।
আপনার কমেন্ট