বুধবার ২৯ অক্টোবর ২০২৫ - ১৪:২৯
হযরত জায়নাব (সা.) এমন এক রত্ন, যার তুলনা প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ নেই

হযরত জান্নাবে জায়নাব সালামুল্লাহি আলাইহা এমন এক রত্ন, যার মতো প্রথম থেকে শেষ যুগ পর্যন্ত কেউ নেই।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হযরত আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানি বলেছেন: হযরত জান্নাবে জায়নাব সালামুল্লাহি আলাইহা এমন এক রত্ন, যার মতো প্রথম থেকে শেষ যুগ পর্যন্ত কেউ নেই।
জায়নাব (সা.)-এর মর্যাদা এমন উচ্চ যে তা কথায় প্রকাশের অতীত; তিনি হলেন আমিরুল মুমিনীন (আ.)-এর গৌরব ও অলংকার।

আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি হযরত জায়নাব (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর এক বক্তৃতায় বলেন: আসমান ও জমিনের শোভা হলেন আমিরুল মুমিনীন আলাইহিস সালাম; আর সেই আমিরুল মুমিনীন নিজেই শোভিত তাঁর কন্যা, জায়নাব (সা.) দ্বারা।

তিনি আরও বলেন: এই মহান নারীর মর্যাদা সম্পর্কে কীভাবে কথা বলা সম্ভব?
জায়নাব (সা.)-এর অবস্থান ও গুণাবলি এমন যে, তা মানববোধের বাইরে-তিনি সেই অলংকার, যাঁর ব্যাপারে বলা যায়: ‘লা তুদরাক ওয়া লা ইউসাফ’-অর্থাৎ, তাঁকে সম্পূর্ণরূপে বোঝা যায় না, আর তাঁর বর্ণনাও সম্ভব নয়।

হযরত আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির এই বক্তব্য নেওয়া হয়েছে তাঁর ১ জানুয়ারি ২০২০ এর বক্তৃতা থেকে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha