হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হযরত আয়াতুল্লাহিল উজমা ওয়াহিদ খোরাসানি বলেছেন: হযরত জান্নাবে জায়নাব সালামুল্লাহি আলাইহা এমন এক রত্ন, যার মতো প্রথম থেকে শেষ যুগ পর্যন্ত কেউ নেই।
জায়নাব (সা.)-এর মর্যাদা এমন উচ্চ যে তা কথায় প্রকাশের অতীত; তিনি হলেন আমিরুল মুমিনীন (আ.)-এর গৌরব ও অলংকার।
আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি হযরত জায়নাব (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর এক বক্তৃতায় বলেন: আসমান ও জমিনের শোভা হলেন আমিরুল মুমিনীন আলাইহিস সালাম; আর সেই আমিরুল মুমিনীন নিজেই শোভিত তাঁর কন্যা, জায়নাব (সা.) দ্বারা।
তিনি আরও বলেন: এই মহান নারীর মর্যাদা সম্পর্কে কীভাবে কথা বলা সম্ভব?
জায়নাব (সা.)-এর অবস্থান ও গুণাবলি এমন যে, তা মানববোধের বাইরে-তিনি সেই অলংকার, যাঁর ব্যাপারে বলা যায়: ‘লা তুদরাক ওয়া লা ইউসাফ’-অর্থাৎ, তাঁকে সম্পূর্ণরূপে বোঝা যায় না, আর তাঁর বর্ণনাও সম্ভব নয়।
হযরত আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির এই বক্তব্য নেওয়া হয়েছে তাঁর ১ জানুয়ারি ২০২০ এর বক্তৃতা থেকে।
আপনার কমেন্ট