হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ হাসানজাদে আমুলি (রহ.) তাঁর বিখ্যাত গ্রন্থ “হাজার ও ইয়াক নুক্তা” (এক হাজার এক উপদেশ)-এর দ্বিতীয় খণ্ডে আল্লামা তাবাতাবাঈ (রহ.)-এর একটি ঘটনার উল্লেখ করে লিখেছেন: আমি ইমামত বিষয়ে একটি প্রবন্ধ লিখেছিলাম এবং সেটি আমার শ্রদ্ধেয় শিক্ষক আল্লামা তাবাতাবাঈ (রহ.)-এর কাছে উপহার হিসেবে পেশ করেছিলাম। তিনি কিছুদিন সেই প্রবন্ধটি নিজের কাছে রেখেছিলেন এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়েছিলেন।
আয়াতুল্লাহ আমুলি আরও লিখেছেন: সেই প্রবন্ধে আমি নিজের সম্পর্কে একটি দোয়া লিখেছিলাম-হে আল্লাহ! আমাকে নবী মুহাম্মদ (সা.)-এর বাণীর গভীরতা উপলব্ধি করার তাওফিক দান কর।
যখন আল্লামা তাবাতাবাঈ (রহ.) প্রবন্ধটি ফেরত দিলেন, তখন তিনি বললেন:
আকা! (জনাব) আমি যখন থেকে নিজেকে চিনেছি, তখন থেকেই কখনও নিজের ব্যক্তিগত প্রয়োজনে কোনো দোয়া করিনি। আমার সব দোয়াই সর্বদা সমগ্র উম্মতের জন্য ছিল।
আয়াতুল্লাহ হাসানজাদে আমুলি (রহ.) বলেন, এই সংক্ষিপ্ত নৈতিক উপদেশ আমার অন্তরে গভীর প্রভাব ফেলেছিল এবং এটি আমার জীবনের এক মহান নৈতিক শিক্ষা হয়ে রইল।
উৎস:
হাজার ও ইয়াক নুক্তা, খণ্ড ২, পৃষ্ঠা ৬২১ — আয়াতুল্লাহ হাসানজাদে আমুলি (রহ.)
আপনার কমেন্ট