রবিবার ৯ নভেম্বর ২০২৫ - ১৬:৩২
যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মূল্য দিতে হবে

ইরানের পার্লামেন্ট স্পিকার মুহাম্মাদ বাকের কালিবফ বলেছেন, গত জুন মাসে ইরানের বিরুদ্ধে চালানো আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে আইনগত, রাজনৈতিক এবং সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে।

হাওজা নিউজ এজেন্সি: রবিবার পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে কালিবফ বলেন, ইসরায়েলের হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায় স্বীকার করা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং ইরানের জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।

তিনি জানান, ইরানি জনগণের পক্ষ থেকে তিনি এ “বর্বরোচিত হামলা”র তীব্র নিন্দা জানাচ্ছেন এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে যুক্তরাষ্ট্রকে এই প্রকাশ্য আগ্রাসনের প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে, যার ফলে বহু ইরানি নাগরিক শহীদ হয়েছেন।

কালিবফ আরও বলেন, ইরানের জনগণ যেকোনো হুমকির মুখে ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ থাকে এবং আগ্রাসীরা তাদের বৈরী কর্মকাণ্ডের জন্য অবশ্যই জবাবদিহির সম্মুখীন হবে।

১৩ জুন ইসরায়েল অকারণে ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে, যাতে উচ্চপদস্থ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ বেসামরিক নাগরিকসহ বহু মানুষ নিহত হন।

এক সপ্তাহেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রও যুদ্ধে সরাসরি যুক্ত হয়ে তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে। এই হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)–এর গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে।

২৪ জুন ইরান সফল প্রতিশোধমূলক অভিযানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের আগ্রাসন থামাতে সক্ষম হয়।

বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যা পূর্বে ওয়াশিংটন “শুধুমাত্র ইসরায়েলের পদক্ষেপ” বলে উল্লেখ করেছিল, তার পূর্ণ দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন।

ট্রাম্প বলেন, “প্রথম হামলাটি ইসরায়েল চালায়। সেই আক্রমণ ছিল অত্যন্ত শক্তিশালী। আমি সেই পুরো প্রক্রিয়ার দায়িত্বে ছিলাম।”

আগ্রাসনের পর থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচিকে “সম্পূর্ণভাবে ধ্বংস” করেছে। বৃহস্পতিবারের মন্তব্যে তিনি আরও ইঙ্গিত দেন, যুদ্ধের কৌশলগত পরিকল্পনা শুরু থেকেই তাঁর নিয়ন্ত্রণে ছিল।

উল্লেখযোগ্য যে, ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন নিজেকে “শান্তিপন্থী” রাজনীতিক হিসেবে তুলে ধরেছেন এবং দাবি করেছেন যে তিনি নতুন কোনো যুদ্ধ শুরু করার বিরোধী।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha