বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ - ১৩:০৫
বিদায় সংবর্ধনা সভা

অর্জিত জ্ঞান শুধু শেখাই নয়, বরং তা নিজে আমল করা এবং অন্যদেরও আমল করতে উদ্বুদ্ধ করা জরুরি।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আপনাদের সকলকে জানানো যাচ্ছে যে, নাজাফে আশরাফের পশ্চিম বঙ্গের (ভারত) ছাত্রবৃন্দের পক্ষ থেকে একটি বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সম্মানিত দুইজন আলেমে দ্বীনের সম্মানে —
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা জায়নুল আবেদীন নাজাফী সাহেব ও হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা আবেদিন হুসায়েন নাজাফী সাহেব।

তাঁরা দীর্ঘ প্রায় ১৫ বছর নাজাফ আশরাফে আহলে বাইতের (আ.) শিক্ষা অর্জন করেছেন। এখন তাঁরা সেই শিক্ষাকে মানুষের মাঝে প্রচার ও বণ্টনের মহান উদ্দেশ্যে নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন।

অনুষ্ঠানে এই দুই মহামান্য আলেম মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
মাওলানা আবেদিন হুসায়েন নাজাফী সাহেব তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা অর্জন করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা আরও গভীরভাবে শিক্ষা অর্জনের সুযোগ পেতাম, তাহলে তা আমাদের সমাজের জন্য আরও কল্যাণ বয়ে আনতো। অর্জিত জ্ঞান শুধু শেখাই নয়, বরং তা নিজে আমল করা এবং অন্যদেরও আমল করতে উদ্বুদ্ধ করা জরুরি।

অন্যদিকে মাওলানা জায়নুল আবেদীন নাজাফী সাহেব বলেন, শিক্ষা মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এ শিক্ষার আলোয় সমাজ ও জাতি আলোকিত হয়।

এই দুই আলেম বর্তমানে ভারতবর্ষ সফরে রয়েছেন। আমরা, নাজাফে আশরাফের বাঙালি ছাত্রসমাজ, তাঁদের বিদায় জানাতে গিয়ে গভীরভাবে বেদনাবোধ করছি। তবে আমাদের দৃঢ় আশা —
মাওলা আলী (আ.) ও আহলে বাইত (আ.) তাঁদের সর্বদা সুস্থ রাখবেন এবং আহলে বাইতের পথে চলার তৌফিক দান করবেন।

ইতি,
হুসাইনিয়া বাক্বিয়্যাতুল্লাহ
পশ্চিম বঙ্গ ছাত্রবৃন্দ, নাজাফে আশরাফ (ইরাক)

আপনার কমেন্ট

You are replying to: .
captcha