বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫ - ১৬:০৮
কেন হযরত ফাতিমা যাহরা (সা.আ.) বিশ্বের শ্রেষ্ঠ নারীদের অন্যতম এবং ‘মুহাদ্দিসা’ মর্যাদার অধিকারিণী?

ইরানের ধর্মীয় নগরী কোমে অবস্থিত হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণের শাবিস্তানে ইমাম খোমেনী (রহ.)-এ আয়োজিত আইয়্যামে ফাতিমিয়ার শোক মজলিসে বক্তৃতা প্রদানকালে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. নাসের রাফিয়ি সূরা আলে ইমরান (৪২) এবং নির্ভরযোগ্য রেওয়ায়াতসমূহের আলোকে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর উচ্চ মর্যাদা ব্যাখ্যা করেন।

হাওজা নিউজ এজেন্সি: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. নাসের রাফিয়ি বলেন— আল্লাহ তাআলা যেভাবে হযরত মরিয়ম (আ.)-কে বিশেষ, পবিত্রতা, এবং বিশ্বের সমস্ত নারীর ওপর শ্রেষ্ঠত্ব— এই তিন মহা-অনুগ্রহ দান করেছেন, একইভাবে আহলে বাইত (আ.)-এর রেওয়ায়াতে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর জন্যও এ ধরনের অসাধারণ মর্যাদা সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে।

ড. রাফিয়ি বলেন, ফেরেশতাদের সঙ্গে হযরত মরিয়মের (আ.) কথোপকথন তাঁর “মুহাদ্দিসা” (ফেরেশতাদ্বারা অনুপ্রাণিত) হওয়ার প্রমাণ। আর ইমাম সাদিক (আ.)-এর সহিহ রেওয়ায়াত অনুযায়ী, হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-ও ছিলেন “মুহাদ্দিসা”; নবী করিম (সা.)-এর ইন্তেকালের পর ফেরেশতারা তাঁর সঙ্গে কথা বলতেন এবং গায়েবি সংবাদ তাঁকে জানাতেন।

তিনি “ইস্তাফাকি” শব্দের দুই ব্যবহারের পার্থক্য ব্যাখ্যা করে বলেন— “দুনিয়ার নারীদের ওপর নির্বাচিত করা”—এর ব্যাখ্যায় মুফাসসিরদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে, তবে হযরত যাহরা (সা.আ.)-এর শ্রেষ্ঠত্ব সংক্রান্ত রেওয়ায়াতসমূহ এ মর্যাদাকে আরও সুদৃঢ় করে।

ড. রাফিয়ি উল্লেখ করেন— হযরত মরিয়মের (আ.) পবিত্রতা আহলে বাইত (আ.)-এর মতোই—সমস্ত গোনাহ, অপবিত্রতা ও নৈতিক দোষ থেকে পরিপূর্ণ মুক্ততা।

তিনি কুরআনে হযরত মরিয়ম (আ.)-কে প্রদত্ত তিন নির্দেশ— ক্বুনুত, সিজদাহ, এবং রুকূকারীদের সঙ্গে রুকূ কারী—উল্লেখ করে বলেন, এগুলো ইবাদত, বিনয় এবং জামাআতে নামাজের ওপর কুরআনের শক্তিশালী জোরারোপ নির্দেশ করে।

পরে বক্তা হযরত মরিয়ম (আ.)-এর ‘কেফালত’-এর ঘটনা এবং লটারির মাধ্যমে তাঁর অভিভাবক নির্ধারণের বিষয়টি বিশদভাবে তুলে ধরে বলেন— এ আয়াতসমূহ “কায়েদা-ই কুরআ” অর্থাৎ লটারির ফিকহি ভিত্তিক বিধানের দলিল।

তিনি আরও বলেন— কুরআনে হযরত ইউসুফ (আ.), নূহ (আ.) ইত্যাদি নবীদের জীবনের যে অংশগুলো এসেছে, সেগুলোও গায়েবি সংবাদ এবং ওহির বিশেষ নিদর্শন।

শেষে ড. নাসের রাফিয়ি হযরত মরিয়ম (আ.)-এর বৈশিষ্ট্যগুলো— মুহাদ্দিসা হওয়া, পবিত্রতা, নির্বাচিত মর্যাদা এবং ধর্মীয় ইতিহাসে তাঁর অনন্য ভূমিকা— উপস্থাপন করেন এবং এসবের সঙ্গে হযরত ফাতিমা যাহরা (সা.আ.)-এর উচ্চ রূহানী ও মানবিক মর্যাদার গভীর সম্পর্ক ব্যাখ্যা করেন।

পরিশেষে তিনি হযরত যাহরা (সা.আ.)-এর ফাযায়েল, রাসুলুল্লাহ (সা.)-এর জন্য তাঁর প্রশান্তিদায়িনী ভূমিকা এবং তাঁর জীবনের অনন্য ত্যাগ স্মরণ করেন। মুনাজাত ও শোকগাথার মাধ্যমে মজলিস সমাপ্ত করে তিনি উপস্থিত সকলের জন্য ইমাম মাহদী (আ.ফা.)-এর আগমন ত্বরান্বিত ও উত্তম পরিণতির দোয়া করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha