শনিবার ২২ নভেম্বর ২০২৫ - ১১:৩৩
সত্যের তিক্ততা সহ্য করো—মিথ্যার মিষ্টতায় প্রতারিত হয়ো না

সত্য অনেক সময় কঠিন, কষ্টকর বা তিক্ত মনে হতে পারে। তবুও একজন মুমিনের কর্তব্য হলো ধৈর্য ধরে সত্যকে আঁকড়ে রাখা। অন্যদিকে, মিথ্যা বা বাতিল অনেক সময় আকর্ষণীয়, সহজ, সুখকর বা মধুর বলে মনে হতে পারে। কিন্তু এই মিষ্টতার আড়ালেই থাকে প্রতারণা ও ধ্বংস।

হাওজা নিউজ এজেন্সি: হযরত আমিরুল মুমিনিন আলী (আ.) বলেছেন,
اِصْبِرْ عَلی مَرارَةِ الْحَقِّ، وَ إِیّاکَ أَنْ تَنْخَدِعَ لِحَلاوَةِ الْباطِلِ
সত্যের তিক্ততাকে ধৈর্যের সঙ্গে সহ্য করো; আর সতর্ক থেকো— মিথ্যার বাহ্যিক মাধুর্যে যেন প্রতারিত না হও।

[গুরারুল হিকাম, হাদিস ২৪৭২]

আপনার কমেন্ট

You are replying to: .
captcha