হাওজা নিউজ এজেন্সি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন,
خَیْرُ الرِّجالِ مِنْ اُمَّتِی الَّذِینَ لا یَتَطاوَلُونَ عَلی أَهْلِیهِمْ، وَیَحِنُّونَ عَلَیْهِمْ، وَلا یَظْلِمُونَهُمْ
আমার উম্মতের মধ্যে সর্বোত্তম পুরুষ তারাই, যারা নিজেদের পরিবারের প্রতি কঠোরতা প্রদর্শন করে না, তাদের অপমান বা অবজ্ঞা করে না; বরং তাদের প্রতি স্নেহশীল ও সহানুভূতিশীল থাকে এবং কখনোই তাদের ওপর জুলুম করে না।
[মাকারিমুল আখলাক, পৃষ্ঠা ২১৬]
আপনার কমেন্ট