বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ - ১০:২৩
ইমাম হুসাইন (আ.)’র দৃষ্টিতে মানুষের দ্বীনদারিত্ব!

হাওজা / মানুষ দুনিয়ার দাস; আর বাহ্যিকভাবে তারা ধর্মের কথা বলে এবং ততক্ষণ পর্যন্ত ধর্মকে আঁকড়ে থাকে যতক্ষণ পর্যন্ত তাদের জীবন সমৃদ্ধ ও নিরাপদ থাকে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম হুসাইন (আ.) বলেন,

 إنَّ النّاسَ عَبيدُ الدُّنيا، وَ الدّينُ لَعقٌ عَلى ألسِنَتِهِم يَحوطونَهُ ما دَرَّت مَعايِشُهُم، فَإِذا مُحِّصوا بِالبَلاءِ قَلَّ الدَّيّانونَ.

নিশ্চয়ই (অধিকাংশ) মানুষ দুনিয়ার দাস (অর্থাৎ দুনিয়াপ্রেমী); আর বাহ্যিকভাবে তারা ধর্মের কথা বলে এবং ততক্ষণ পর্যন্ত ধর্মকে আঁকড়ে থাকে যতক্ষণ পর্যন্ত তাদের জীবন সমৃদ্ধ ও নিরাপদ থাকে। কিন্তু যখনই পরীক্ষার সম্মুখীন হয় ( দুঃখ-কষ্ট ও নানা প্রতিকূলতার শিকার হয় এবং ইসলাম ও মুসলমানদের প্রকাশ্য শত্রুদের বিরুদ্ধে জিহাদে) পরীক্ষিত হয়, তখন দ্বীনদারের সংখ্যা খুবই নগণ্য হয়ে যায়।

[তোহাফুল উকুল, হাদীস- ২৪৫]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha