হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, পয়গাম্বরে আকরাম (সা.) এরশাদ করেন,
اَبَى اللّهُ لِصاحِبِ الْخُلْقِ السَّیِّىءِ بِالتَّوبَهِ. فَقیلَ: یا رَسول اللّهِ، وَ کَیْفَ ذلِکَ؟ قالَ: لاِنـَّهُ اِذا تابَ مِنْ ذَنـْبٍ وَقَعَ فى اَعْظَمَ مِنَ الذَّنـْبِ الّذى تابَ مِنْهُ.
“(রাসুলুল্লাহ্ (সা.) এরশাদ করেন,) আল্লাহতালা অসচ্চরিত্র বা মন্দ চরিত্রের ব্যক্তির তওবা কবুল করেন না।” প্রশ্ন করা হলো, ‘হে আল্লাহর রাসুল, কেন?’ তিঁনি (সা.) জবাবে বলেন, “কারণ যখনই সে কোনো পাপের জন্য তওবা করে (অর্থাৎ অনুতপ্ত হয়), তার পরপরই (অসচ্চরিত্র ও মন্দ চরিত্রের কারণে) সে যে পাপের জন্য অনুতপ্ত হয়েছে তার চেয়েও খারাপ পাপের অতল গহ্বরে পড়ে যায় (অর্থাৎ মন্দ চরিত্র তাকে পাপের পথে অবিচল রাখে)।”
[বিহারুল আনওয়ার, খন্ড- ৭৩, পৃষ্ঠা- ২৯৯, হাদীস- ১২]
আপনার কমেন্ট