হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইমাম মুসা কাযিম (আ.) বলেছেন,
اِنَّ الْحَرامَ لایَنْمی وَاِنْ نَمی لایُبارَکُ لَهُ فِیهِ، وَما اَنْفَقَهُ لَمْ یُوجَرْ عَلَیْهِ وَما خَلَّفَهُ کانَ زادُهُ اِلَی النّارِ.
হারাম মাল ও সম্পদের প্রবৃদ্ধি হয় না। আর যদি তা বৃদ্ধি পায় তাহলে তাতে বরকত (ও কল্যাণ সাধিত) হয় না। মানুষ হারাম (ধন-সম্পদ) থেকে যতই ব্যয় ও দান করুক না কেন সেটার জন্য তাকে কোনো সওয়াব ও পুরষ্কার দেওয়া হবে না। আর যে ব্যক্তি উত্তরাধিকার হিসেবে হারাম সম্পদ রেখে যাবে- তা হবে তার জন্য জাহান্নামের আগুনে প্রবেশের পাথেয়।
[মুসনাদুল ইমাম কাযিম (আ.), খন্ড- ২, পৃষ্ঠা ৩৭৯]
আপনার কমেন্ট