সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ - ১১:৪৫
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মরদানপুর

হাওজা / হাওজা ইলমিয়ার প্রচার ও সাংস্কৃতিক বিষয়ক তত্ত্বাবধায়ক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হোসেইন মরদানপুর বলেছেন: আমাদের শত্রুদের ষড়যন্ত্রের সামনে নিশ্চুপ থাকা উচিত নয়। জিহাদে তাবিইন (সত্য ও ন্যায়ের প্রচার ও ব্যাখ্যা) ইসলামী শাসনব্যবস্থার বিরুদ্ধে করা ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে পারে।

হাওজা নিউজ এজেন্সি, কাহাক শহরে অনুষ্ঠিত "হুজুর থেকে জুহুর পর্যন্ত" শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে হুজ্জাতুল ইসলাম মরদানপুর জিহাদে তাবিইনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, বর্তমান বিশ্বে যখন আমরা শত্রুদের নানা ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রত্যক্ষ করছি, তখন সত্য ও বাস্তবতা জনগণের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে পরিবর্তনের ক্ষমতা রয়েছে, আর এই পরিবর্তনের জন্যই সত্য প্রচার ও ব্যাখ্যা (জিহাদে তাবিইন) অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের উচিত আমাদের চারপাশের মানুষদের সত্য সম্পর্কে সচেতন করা।

হুজ্জাতুল ইসলাম মরদানপুর বলেন: আল্লাহ তাআলা বলেন, দুটি ধরণের মানুষ কখনো পরিবর্তন হয় না এবং উপদেশ গ্রহণ করে না। প্রথম দল হলো কাফির, যারা কোনো অবস্থাতেই সত্য গ্রহণ করে না। আর দ্বিতীয় দল হলো মুনাফিক, যারা কখনো সত্যের পথে আসে না।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha