রবিবার ২ মার্চ ২০২৫ - ২২:৪১
কুরআনের আলো: সুরা ফাতিহার কতিপয় বৈশিষ্ট্য

সুরা ফাতিহা একসঙ্গে নাজিল হওয়া পূর্ণাঙ্গ সুরা। এ সুরাটি মানুষের অন্যতম দোয়া ও শেফা। সুরা ফাতিহার আমলে রয়েছে চম ৎকার ফজিলত ও বৈশিষ্ট্য।

হাওজা নিউজ এজেন্সি: আল্লাহ  সুবহানাহু ওয়াতাআ'লা ইরশাদ করেছেন, “রমজান মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হেদায়াত ও সুপথপ্রাপ্তির সুস্পষ্ট পথনির্দেশনা আর হক-বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং, তোমাদের যে কেউ এ মাস পাবে, সে যেন অবশ্যই রোজা রাখে এবং আল্লাহকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে (সুরা বাকারা- ১৮৫)। তাই কুরআন নাজিলের মাসে কুরআন তিলাওয়াত এবং এ থেকে শিক্ষা নিয়ে জীবন গড়ার গুরুত্ব অপরিসীম।

কুরআনের নাযিলের মাস রমজানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ড. আব্দুল্লাহ কর্তৃক সংকলিত ‘কুরআনের আলো’ পুস্তিকা থেকে আমরা ধারাবাহিকভাবে কুরআনের ৩০ পারার শিক্ষা তুলে ধরব:

১. ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করলেন, ঐ সুরা কোনটি যার প্রথমে রয়েছে প্রশংসা, মধ্যে রয়েছে এখলাস বা নিষ্ঠা এবং শেষে রয়েছে দুয়া? ইমাম আবু হানিফা আশ্চর্যান্বিত হয়ে বলল জানি না। তখন ইমাম জা'ফর সাদেক আলাইহিস সালাম বললেন, সেটি হল সুরা ফাতিহা।

[তাফসিরে আহলে বাইত, খন্ড- ১, পৃষ্ঠা- ৮]

২. ইমাম আলী আলাইহিস সালাম বলেন, আমি যদি সুরা ফাতিহার তাফসীর লিখতাম তাহলে সত্তরটি উটের বোঝা হতো।

[তাফসিরে আহলে বাইত, খন্ড- ১, পৃষ্ঠা- ১০]

৩. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লাম বলেন, হে জাবের! সুরা ফাতিহার মধ্যে মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ রয়েছে।

[তাফসিরে আহলে বাইত, খন্ড- ১, পৃষ্ঠা- ১০]

৪. ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম বলেন, যখন তোমাদের কোনো কিছুর প্রয়োজন হবে তখন সুরা ফাতিহা এবং অন্য একটি সুরা পাঠ করার পর দুই রাকাত নামাজ পড়বে। অতঃপর আল্লাহর কাছে দোয়া করবে।

[তাফসিরে আহলে বাইত, খন্ড- ১, পৃষ্ঠা- ১০]

৫. ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, সে যেন আল্লাহর সকল নিয়ামতের শুকরিয়া আদায় করল।

[তাফসিরে আহলে বাইত, খন্ড- ১, পৃষ্ঠা- ৬৮]

হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন জনাব ড. আব্দুল্লাহ কর্তৃক সংকলিত ‘কুরআনের আলো’ পুস্তিকা থেকে গৃহীত।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha