হাওজা নিউজ এজেন্সি: মাসুদ পেজেশকিয়ান বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান ইউক্রেন নয়। আমরা বিশ্বের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চাই, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা কারো অপমানজনক আচরণ মেনে নেব। আমরা সম্মান বজায় রাখতে গিয়ে মরতেও রাজি, কিন্তু অবমাননা কখনও সহ্য করব না।”
তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উদাহরণ টেনে বলেন, “ট্রাম্প হোয়াইট হাউজে জেলেনস্কিকে যেভাবে অপমান করেছেন, তা দেখলেও লজ্জা লাগে।” পেজেশকিয়ান ট্রাম্পের চিঠির প্রতি ইঙ্গিত করে বলেন, “কেউ এসে আমাকে বলবে, এটা করো, ওটা করো, যদি না করো তাহলে তোমার বারোটা বাজিয়ে দেব। আমার জবাব হলো, আমি আসব না, তুমি যা খুশি তাই করো।”
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতাকে আলোচনার জন্য একটি চিঠি পাঠিয়েছেন বলে দাবি করেছেন। প্রেস টিভি জানিয়েছে, ওই চিঠিতে ট্রাম্প ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করার আহ্বান জানানোর পাশাপাশি আরও কিছু শর্ত আরোপ করেছেন। তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তার শর্ত মেনে না নিলে সামরিক হামলার হুমকিও দিয়েছেন।
ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য ইরান-মার্কিন উত্তেজনার প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে। পেজেশকিয়ানের দৃঢ় অবস্থান ইরানের স্বাধীনতা ও সম্মান রক্ষার প্রত্যয়কে আরও স্পষ্ট করে তুলেছে।
আপনার কমেন্ট