শনিবার ৫ এপ্রিল ২০২৫ - ২১:০২
বিতর্কিত ওয়াকফ বিল পাসের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ভারত

ভারতজুড়ে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে।

হাওজা নিউজ এজেন্সি: শনিবার উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরে কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদকারী ২৪ জনকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। স্থানীয় পুলিশ সুপার সত্যনারায়ণ প্রজাপতির বরাত দিয়ে জানানো হয়, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে প্রতিবাদকারীদের শনাক্ত করে নোটিশ জারি করা হয়েছে। 

শুক্রবার কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদসহ বিভিন্ন শহরে বিলটির বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কলকাতায় প্রতিবাদে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা ও ‘ওয়াকফ বিল প্রত্যাহার করুন’ লেখা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নামেন। চেন্নাইয়ে অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে দল রাজ্যব্যাপী বিক্ষোভের ডাক দেয়। আহমেদাবাদে মুসলিম সম্প্রদায়ের সদস্যরাও বিলের বিরোধিতায় পথে অবরোধ করেন। 

প্রতিবাদকারীদের দাবি, কেন্দ্রীয় সরকারের এই বিল মুসলিম সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তি নিয়ন্ত্রণের ঐতিহ্যবাহী ব্যবস্থাকে ক্ষুণ্ন করবে। বিক্ষোভের ধারাবাহিকতায় বিভিন্ন রাজ্যে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha