হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মুমিনিন ইমাম আলী (আ.) বলেছেন,
أَعْظَمُ النِّعْمَةِ الْعَافِيَةُ فَاغْتَنِمُوهَا لِلدُّنْيَا وَالْآخِرَةِ
সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্বাস্থ্য ও সুস্থতা। এটিকে দুনিয়া ও আখিরাতের জন্য মূল্যবান মনে করো (যথাযথ ও সর্বোত্তম কাজে লাগাও)।
[তুহাফুল উকুল, পৃষ্ঠা- ১৪৬]
হাদিসের মূল বাণী: সুস্থতা ও নিরাপত্তাই সবচেয়ে বড় নেয়ামত। এটি দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক সুস্থতাকে অন্তর্ভুক্ত। তাই সুস্থতার সময় এর মূল্য উপলব্ধি করে আল্লাহর শুকরিয়া আদায় করা এবং এটিকে দুনিয়া ও পরকালীন সাফল্যের মাধ্যম হিসেবে কাজে লাগানো উচিত।
আপনার কমেন্ট