বুধবার ৯ এপ্রিল ২০২৫ - ১১:৫৫
ইরানীদের জ্ঞানের মর্যাদা

রাসূলুল্লাহ ﷺ ইরানী জাতির জ্ঞানান্বেষণের ক্ষমতা ও মর্যাদাকে অভূতপূর্বভাবে স্বীকৃতি দিয়েছেন। জ্ঞান যতই দুর্গম স্থানে থাকুক না কেন, তাদের পক্ষে তা অর্জন সম্ভব—এটি ইসলামের সর্বজনীন বাণীরই প্রতিফলন।

হাওজা নিউজ এজেন্সি: রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,
لَوْ كَانَ الْعِلْمُ بِالثُّرَيَّا لَتَنَاوَلَهُ رِجَالٌ مِنْ فَارِسَ
 
যদি জ্ঞান সপ্তর্ষিমণ্ডলে (আস-সুরাইয়া নক্ষত্রে) অবস্থিত হতো, তাহলে পারস্যের (ইরান) কিছু মানুষ সেটা অর্জন করত।

[কিতাবুল কুরবিল ইসনাদ, হামিরি, পৃষ্ঠা ১০৯]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha