শুক্রবার ১১ এপ্রিল ২০২৫ - ১০:০৮
সবচেয়ে অক্ষম ও কৃপণ মানুষ!

হাদিসটিতে একে-অপরের জন্য দোয়া ও পরস্পরের প্রতি সালাম দেয়ার গুরুত্ব ও ফযিলত নির্দেশিত হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম হুসাইন (আ.) বলেছেন,
اَعْجَزُ النّاسِ مَنْ عَجَزَ عَنِ الدُّعاءِ، وَاَبْخَلُ النّاسِ مَنْ بَخِلَ بالسَّلامِ

(মানুষের মধ্যে) সবচেয়ে অক্ষম সেই ব্যক্তি যে দোয়া করতে অক্ষম, আর সবচেয়ে কৃপণ সেই ব্যক্তি যে সালাম দিতে কৃপণতা করে।

[বিহারুল আনোয়ার, ৯৩/২৯৪]

প্রয়োজনীয় ব্যাখ্যা:

১. দোয়ার গুরুত্ব: হাদিসে দোয়াকে শক্তির প্রকাশ বলা হয়েছে। যে আল্লাহর কাছে (নিজের ও অপরের জন্য) চায় না, সে আধ্যাত্মিক ও বাস্তব জীবনে দুর্বল ও অক্ষম। 

২. সালামের তাৎপর্য: সালাম শান্তি ও সম্প্রীতির প্রতীক। এটি বিনামূল্যে দেওয়া যায়, তবুও যে এতে কৃপণতা করে সে প্রকৃত অর্থে কৃপণ। 

শিক্ষা: নিয়মিত দোয়া ও সালামের মাধ্যমে আত্মিক শক্তি ও সামাজিক বন্ধন বাড়ানো আমাদের কর্তব্য।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha