বুধবার ১৬ এপ্রিল ২০২৫ - ১৮:৫২
একেশ্বরবাদী ধর্মে মুক্তিদাতার ধারণা নিপীড়নের বিরুদ্ধে সাধারণ আশা: পাদ্রি ভানিয়াসার্গিজ

"মুক্তিদাতা ও ত্রাণকর্তা" শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে ইরানের খ্রিস্টান নেতা বিশপ ভানিয়াসার্গিজ বলেছেন, "একেশ্বরবাদী ধর্মগুলো মুক্তিদাতার ধারণায় একতাবদ্ধ। এই মুক্তিদাতাই নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে এক আলোকবর্তিকা হিসেবে কাজ করেন।"  

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সিস্তান ও বালুচিস্তান বিশ্ববিদ্যালয়ে "একেশ্বরবাদী ধর্মে প্রতীক্ষিত মুক্তিদাতার ধারণা" বিষয়ে আয়োজিত এই আন্তর্জাতিক সেমিনারে বিভিন্ন ধর্মের পণ্ডিত ও বুদ্ধিজীবীরা অংশ নেন। ইরানের আর্কবিশপ খলিফা গ্রেগরির উত্তরসূরি বিশপ ভানিয়াসার্গিজ এ সময় মুক্তিদাতার ধারণাকে একেশ্বরবাদী ধর্মগুলোর মধ্যে একটি সাধারণ বিশ্বাস বলে উল্লেখ করেন।  

তিনি বলেন, "মুক্তিদাতার প্রতি বিশ্বাস নিপীড়ন ও হতাশার অন্ধকারে মানবতার জন্য এক আশার আলো, যা তাকে মুক্তির পথ দেখায়।" ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, "মানবতা সর্বদা নিপীড়ন, অবিচার ও বৈষম্যের শিকার হয়েছে। এমন পরিস্থিতিতে একজন ত্রাণকর্তার আবির্ভাবের প্রতি বিশ্বাস মানুষকে সাহস ও সমর্থন যুগিয়েছে।"  

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে তিনি বলেন, "ইহুদি, খ্রিস্টান ও ইসলাম—এই তিন ধর্মই মুক্তিদাতার ধারণায় একমত, যদিও তাদের ব্যাখ্যায় পার্থক্য থাকতে পারে। ইহুদি ধর্মে মাশীহের ধারণা রয়েছে, খ্রিস্টান ধর্মে হযরত ঈসা (আ.)-কে প্রতিশ্রুত ত্রাণকর্তা হিসেবে গণ্য করা হয়, যিনি পুনরায় পৃথিবীতে আসবেন। আর ইসলামে ইমাম মাহদী (আ.)-এর আবির্ভাবে বিশ্বাস করা হয়, যিনি হযরত ঈসা (আ.)-এর সাথে মিলে অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করবেন।"  

ইসলামী শিক্ষার প্রশংসা করে বিশপ ভানিয়াসার্গিজ বলেন, "ইসলামে প্রতীক্ষা একটি সক্রিয় প্রক্রিয়া, যেখানে মুমিনকে আত্মশুদ্ধি, ন্যায় প্রতিষ্ঠা ও নির্যাতিতদের সাহায্যের মাধ্যমে মুক্তিদাতার আবির্ভাবের পথ সুগম করতে হয়।"  

তিনি সকল ধর্মের অনুসারীদের আহ্বান জানান, সাধারণ মানবীয় মূল্যবোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করুন।

বক্তব্যের শেষে তিনি সিরিয়া, ইরাক, লেবানন, ফিলিস্তিনসহ বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন এবং ইরানের নিরাপত্তা ও সর্বোচ্চ নেতার সাফল্যের জন্য শুভকামনা প্রকাশ করেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha