শনিবার ১৯ এপ্রিল ২০২৫ - ২০:৫২
রুশ প্রেসিডেন্ট ইসলামী বিপ্লবের নেতা’র চিঠির জবাব দিয়েছেন

রুশ প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার চিঠির জবাব দিয়েছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর চিঠির জবাব তুলে দিয়েছেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যে, প্রেসিডেন্ট পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে এক বৈঠকের সময় পুতিন এই বার্তার জবাব হস্তান্তর করেন।

পেসকভ বলেন, পুতিনের তরফ থেকে ইরানের সর্বোচ্চ নেতাকে শুভকামনা ও নীতিগত বার্তা প্রেরণ করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল এক কূটনৈতিক প্রতিনিধি দলের সঙ্গে মস্কো সফর করেন, যেখানে তিনি রুশ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং প্রেসিডেন্ট পুতিনকে সর্বোচ্চ নেতার লিখিত বার্তা পৌঁছে দেন।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha