বুধবার ২৩ এপ্রিল ২০২৫ - ০৯:৪৭
অন্যের গুনাহতে অগোচরে শরিক হওয়া!

কোনো গুনাহকে ছোট মনে করাই হলো সবচেয়ে বড় গুনাহ।

হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাওয়াদ (আ.) বলেছেন,
مَنِ اسْتَحْسَنَ قَبِيحًا كَانَ شَرِيكًا فِيهِ 
যে ব্যক্তি কোনো গুনাহকে ভালো মনে করে (সমর্থন ও উৎসাহ দেয়), সে তাতে শরিক হয়। 

[কাশফুল গুম্মাহ, ৩/১৩৯]

সংক্ষিপ্ত ব্যাখ্যা:-

এই হাদিস আমাদের সতর্ক করে যে, গুনাহকে সমর্থন করাও পাপের শামিল। 

- কেউ যদি খারাপ কাজকে ভালো বলে, বা অন্যায়কে উৎসাহিত করে, তাহলে সে ঐ গুনাহের ভাগীদার হয়— যদিও সরাসরি সে কাজ না-ও করে থাকুক। 

উদাহরণ: 
  - কারো মিথ্যা কথা শুনে চুপ থাকা বা তাকে সমর্থন করা,
  - অন্যায় কাজে সমর্থন দেওয়া, 
  - গিবত (পরনিন্দা) শুনে তা মেনে নেওয়া—সবই অজান্তে গুনাহে অংশগ্রহণ। 

শিক্ষা:

- গুনাহ দেখলে তা বন্ধ করতে চেষ্টা করা।

- অন্যায়কে কখনও “সামান্য/তুচ্ছ” বা “গ্রহণযোগ্য” মনে না করা (আরেহ, এতটুকু গুনাহ করলে কিছু হয় না!)

- ভালো কাজের আদেশ ও মন্দ কাজে বাধা দেওয়ার দায়িত্ব পালন করা। 

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha