সোমবার ৫ মে ২০২৫ - ২২:৪৯
পাকিস্তান সফরের উদ্দেশ্য হলো আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, তাঁর পাকিস্তান সফরের মূল উদ্দেশ্য হলো ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে বাড়তে থাকা উত্তেজনাসহ সার্বিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমে কথা বলতে গিয়ে আব্বাস আরাকচি বলেন: আমার ইসলামাবাদ সফরের প্রধান লক্ষ্য হলো দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি, ইরান-আমেরিকা আলোচনার অগ্রগতি এবং পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার মূল্যায়ন।

তিনি আরও বলেন: পাকিস্তান ও ভারত-উভয়ই ইসলামী প্রজাতন্ত্র ইরানের বন্ধু দেশ। তবে পাকিস্তান আমাদের প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র। তাই ভারতের সফরের আগে আমরা পাকিস্তানের বন্ধুদের দৃষ্টিভঙ্গি জানতে চেয়েছি।

আব্বাস আরাকচি আরও বলেন: পাকিস্তানি বন্ধুদের সঙ্গে সাক্ষাতে আমরা তাদের ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার সাম্প্রতিক অগ্রগতির ব্যাপারেও অবহিত করেছি।

তিনি বলেন: আমাদের সফরের আরেকটি উদ্দেশ্য হলো-ইরান ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করা।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha