হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, শেখ আলী খতিব, যিনি কুম ইসলামী ধর্মীয় শিক্ষা কেন্দ্র পুনঃপ্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে ইরানে সফররত, তিনি এই উপলক্ষে আয়াতুল্লাহ শাবজানদেহদার—ধর্মীয় শিক্ষা কেন্দ্রসমূহের সর্বোচ্চ পরিষদের সম্পাদক—ও আয়াতুল্লাহ কা’বি—কুম ধর্মীয় শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের সংগঠনের সহ-সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময়, আয়াতুল্লাহ আব্বাস কা’বি প্রতিরোধ আন্দোলনের শহীদদের, বিশেষ করে শহীদ সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর স্মৃতিচারণা ও শ্রদ্ধা নিবেদন করেন।
আয়াতুল্লাহ শাবজানদেহদার বলেন, আল্লাহর উদ্দেশ্যে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমাদের উচিত সর্বশক্তি দিয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় ময়দানে অবতীর্ণ হওয়া।
আপনার কমেন্ট