বৃহস্পতিবার ৮ মে ২০২৫ - ২০:৫১
ধর্ম এবং ধর্মীয় প্রচারণার মূল কথা হলো আন্তর্জাতিক হওয়া

আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আব্বাসী বলেছেন, “আন্তর্জাতিকতা ধর্ম ও ধর্মপ্রচারের স্বভাবগত বৈশিষ্ট্য।”

হাওজা নিউজ এজেন্সি: গতকাল কোমে অনুষ্ঠিত “হাওজা ও আন্তর্জাতিক অঙ্গন” শীর্ষক সেমিনারে এ কথা বলেন। কোম হাওজা বিজ্ঞান প্রতিষ্ঠানের শতবার্ষিকী ও আয়াতুল্লাহ আল-উজমা হায়েরী ইয়াযদীকে স্মরণ করে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।

হাওজার ঐতিহাসিক অবস্থান:
প্রেসিডেন্ট আব্বাসী বলেন, “হাওজায়ে ইলমিয়া কোম শিয়া ইসলামী শিক্ষা ব্যবস্থার ইতিহাসে সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন। এটি বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে।”

শতবর্ষের অভূতপূর্ব অগ্রগতি:
তিনি বলেন, “গত একশ বছরে হাওজার জ্ঞানচর্চা ও প্রাতিষ্ঠানিক বিকাশ অভূতপূর্ব। বিশেষ করে ইসলামী বিপ্লবের পর এই অগ্রগতি আরও ত্বরান্বিত হয়েছে।”

আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অবস্থান:
তিনি বলেন, “আল-মুস্তাফা বিশ্ববিদ্যালয় ইসলামী বিপ্লব পরবর্তী হাওজার অন্যতম শ্রেষ্ঠ অর্জন। তাফসীর, কালাম, দর্শন ও ইসলামী ইতিহাসের মতো বিষয়ে গভীর গবেষণা গত পঞ্চাশ বছরে হাওজাকে বিশেষ মর্যাদা দিয়েছে।”

ইসলামের সার্বজনীনতা:
তিনি বলেন, “ইসলাম সমগ্র মানবতার জন্য। কুরআন নবী করিম (সা.)-কে সমগ্র বিশ্বের রাসূল হিসেবে ঘোষণা করেছে। তাই আন্তর্জাতিকতা ইসলাম ও ইসলামী আলেম সমাজের মৌলিক বৈশিষ্ট্য।”

সভ্যতাগত দায়িত্ব:
তিনি বলেন, “আমাদের এই সভ্যতার বিশ্বব্যাপী প্রচারকের দায়িত্ব পালন করতে হবে। ইসলামী দৃষ্টিভঙ্গিতে মানবিক বিজ্ঞানকে পুনর্বিন্যাস করে বিশ্বসমাজের কাছে উপস্থাপন করা হাওজার কর্তব্য।”

আল্লামা মিসবাহ ইয়াযদীর অবদান:
তিনি বলেন, “মরহুম আল্লামা মিসবাহ ইয়াযদী হাওজায়ে ইলমিয়া কোমে এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আল-মুস্তাফা অন্যতম।”

বিপ্লব পূর্ব ও পরবর্তী অবস্থা:
তিনি বলেন, “বিপ্লবের আগে হাওজার কার্যক্রম সীমিত ছিল। তখন মাত্র ১২টি দেশের প্রায় ৪০০ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করত। বর্তমানে আল-মুস্তাফায় ১২০টি দেশের হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে, যার ৪০ শতাংশই নারী।”

বহুভাষিক শিক্ষা কার্যক্রম:
তিনি বলেন, “আমরা ২২টি ভাষায় শিক্ষাদান করছি। অনলাইন ও স্বল্পমেয়াদী কোর্সসহ আহলে সুন্নাতের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম আমাদের অঙ্গনে বিদ্যমান।”

আন্তঃধর্মীয় সংলাপ:
তিনি বলেন, “বিভিন্ন ধর্ম ও মাযহাবের মধ্যে সংলাপ প্রতিষ্ঠা হাওজার আন্তর্জাতিক কার্যক্রমের অন্যতম লক্ষ্য। আমরা এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি।”

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha