হাওজা নিউজ এজেন্সি: রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন করেছেন,
أکْرِمُوا أوْلادَکُم وَأحْسِنُوا آدابَهُم یُغْفَرْ لَکُمْ
তোমরা তোমাদের সন্তানদের সম্মান করো এবং তাদের উত্তমরূপে আদব শেখাও, তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন।
[বিহারুল আনওয়ার, খণ্ড- ১০৪, পৃষ্ঠা- ৯৫]
প্রয়োজনীয় ব্যাখ্যা: এই হাদীসে রাসুলুল্লাহ (সা.) আমাদের সন্তানদের প্রতি দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা বলেছেন—‘সম্মান দেওয়া’ এবং ‘সুন্দর আদব-আচরণ শেখানো’।
অনেক সময় আমরা ভাবি, শিশুদের শুধু আদেশ করলেই চলবে। কিন্তু ইসলাম শিখিয়েছে, সন্তানদের প্রতি ভালো ব্যবহার করতে হবে, তাদের মর্যাদা দিতে হবে। তাদের কথা মন দিয়ে শোনা, দয়া করা, ভুল করলে সুন্দরভাবে সংশোধন করা—এসবই সন্তানের প্রতি সম্মান দেখানোর অংশ।
আবার আদব শেখানো মানে শুধু সালাম দেওয়া বা খাওয়ার আগে বিসমিল্লাহ বলা নয়—বরং কীভাবে কথা বলতে হয়, বড়দের সম্মান করা, অন্যদের কষ্ট না দেওয়া, ভুল-ত্রুটি হয়ে গেলে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা, অন্যকে ক্ষমা করা—এসব মূল্যবোধ শেখানোও এতে অন্তর্ভুক্ত।
শিক্ষণীয় দিকসমূহ:
১. সন্তানদের প্রতি সম্মান দেখানো একটি ইসলামী দায়িত্ব।
২. শুধু শিক্ষা নয়, তাদের সুন্দর চরিত্র গঠনে মা-বাবার ভূমিকা অপরিহার্য।
৩. যে বাবা-মা এ দায়িত্ব ঠিকভাবে পালন করেন, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন—এটা এক বড় সৌভাগ্য।
৪. শিশুরা যেমন শেখে, তেমন বড় হয়—তাদের ভালো মানুষ বানাতে হলে ছোটবেলা থেকেই আদব শেখাতে হবে।
আপনার কমেন্ট