সোমবার ১৯ মে ২০২৫ - ১৭:০৯
সন্ত্রাসী ইসরায়েলের সিরিয়ায় ডাকাতি

সন্ত্রাসী ইসরায়েলের সিরিয়ায় ডাকাতি

২ হাজার ৫০০ গুরুত্বপূর্ণ নথি ও ছবি তেল আবিবে স্থানান্তর

সন্ত্রাসী ইসরায়েলের পক্ষ থেকে সিরিয়ায় চালানো এক ডাকাতিতে, কুখ্যাত ইসরায়েলি গুপ্তচর এলি কোহেন সম্পর্কিত ২ হাজার ৫০০টি গুরুত্বপূর্ণ নথি ও ছবি তেল আবিবে স্থানান্তর করা হয়েছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর সিরিয়ায় সিয়োনি গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। জানানো হয়েছে, এই অভিযান একটি কৌশলগত অংশীদার গোয়েন্দা সংস্থার সহায়তায় পরিচালিত হয়েছে, তবে এর বেশি কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

চুরি হওয়া এসব নথির মধ্যে রয়েছে এলি কোহেনের সেই উইল (ইচ্ছাপত্র), যা তিনি গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা আগে লিখেছিলেন। হিব্রু সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে, এই নথিগুলো কয়েক দশক ধরে সিরীয় নিরাপত্তা সংস্থার সংরক্ষণে ছিল।

উল্লেখযোগ্য, এলি কোহেন ১৯৬২ সালে জাল পরিচয়ে ও ব্যবসায়ীর ছদ্মবেশে প্রথমবার দামেস্কে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল সিরিয়ার রাজনৈতিক ও সামরিক মহলে প্রভাব বিস্তার করা। ১৯৬৫ সালে দামেস্কের আল-মার্জা স্কয়ারে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha