শনিবার ২৪ মে ২০২৫ - ১৮:০৮
গাজায় 'এক চামচ' সহায়তা প্রবেশ করছে: জাতিসংঘ মহাসচিব গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজার মানবিক সংকটকে চরম বলে অভিহিত করে বলেন, ইসরাইল যে সহায়তা প্রবেশের অনুমতি দিচ্ছে তা প্রয়োজনের তুলনায় ‘এক চা চামচের সমান’। তিনি ইসরাইলকে ইচ্ছাকৃতভাবে ত্রাণ সরবরাহে বিলম্ব করার অভিযোগ করেন।

হাওজা নিউজ এজেন্সি: কেরেম শালোম সীমান্ত দিয়ে ৪০০ ট্রাকের অনুমতি থাকলেও মাত্র ১১৫টি থেকে ত্রাণ সংগ্রহ করা গেছে। গাজার চার-পঞ্চমাংশ এলাকা জনগণের চলাচলের জন্য নিষিদ্ধ, এবং দ্রুত সহায়তা না পৌঁছালে আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে।

এদিকে, ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার হাসপাতালগুলো মারাত্মক সংকটে রয়েছে—৩৬টির মধ্যে মাত্র ১২টি কার্যকর রয়েছে। ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচি সীমিত পরিসরে সহায়তা পৌঁছে দিচ্ছে, তবে তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য।

গুতেরেস জানান, উত্তর গাজায় এখনো কোনো ত্রাণ পৌঁছেনি এবং নিরাপত্তা সংকটের কারণে অনেক সহায়তাই গাজা শহরে প্রবেশ করতে পারছে না। জাতিসংঘ যুক্তরাষ্ট্র-সমর্থিত নতুন ত্রাণ বণ্টন ব্যবস্থাতেও অংশ নেবে না বলে জানান তিনি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha