শনিবার ২৪ মে ২০২৫ - ১৮:০৭
ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসে অক্ষম: জন কেরি

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জোর দিয়ে বলেছেন, ইসরায়েল এককভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে সক্ষম নয়।

হাওজা নিউজ এজেন্সি: সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেরি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনা এবং তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার হুমকি প্রসঙ্গে ইসরায়েলি নেতাদের বক্তব্যের বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, “আমি আশা করি (ডোনাল্ড ট্রাম্প) সেরা চুক্তিটি করতে পারবেন। আমি খুশি যে প্রেসিডেন্ট এটি নিয়ে এগোচ্ছেন। আমি মনে করি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

জন কেরি আরও বলেন, “ইসরায়েল একা এই কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে পারবে না।”

তিনি যোগ করেন, “তারা কিছুটা ক্ষতি করতে পারবে, এবং তা উল্লেখযোগ্যও হতে পারে। তবে সেই পদক্ষেপ গোটা অঞ্চলের জন্য আরও বড় ধরনের ঝুঁকির সূত্রপাত ঘটাতে পারে।”

ইরান ও যুক্তরাষ্ট্র গত শুক্রবার ইতালির রাজধানী রোমে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে পঞ্চম দফা আলোচনা করেছে। আগের রাউন্ডগুলোর মতো এবারও ইরানের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পের আঞ্চলিক দূত স্টিভ উইটকফ আলোচনায় নেতৃত্ব দেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ওইদিন সন্ধ্যায় এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে লেখেন, “রোমে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনার পঞ্চম রাউন্ড শেষ হয়েছে। এবারের আলোচনাতেও ইরানের নীতিগত অবস্থান স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। আলোচনা শান্তিপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।”

তিনি আরও বলেন, “ওমানের পররাষ্ট্রমন্ত্রী কিছু সমাধান ও প্রস্তাব উপস্থাপন করেছেন, যেগুলোর রূপরেখা ও দিকসমূহ এই রাউন্ডে পর্যালোচনা করা হয়েছে।”

বাকায়ি জানান, “দুই পক্ষের রাজধানীতে বিষয়গুলো আরও পর্যালোচনার পাশাপাশি ওমানি পররাষ্ট্রমন্ত্রী তার প্রস্তাবনাগুলোর বিস্তারিত কাজ চালিয়ে যাবেন এবং উভয় পক্ষকে তা আরও পর্যালোচনার জন্য প্রদান করবেন। পরবর্তী রাউন্ডের সময় ও স্থান পরে নির্ধারণ ও ঘোষণা করা হবে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha