মঙ্গলবার ২০ মে ২০২৫ - ০৭:৩৪
পরমাণু আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সম্প্রতি পরমাণু আলোচনার অগ্রগতি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, প্রতিটি দফা আলোচনায় ওয়াশিংটনের অবস্থান পরিবর্তনের ফলে আলোচনা দীর্ঘায়িত হচ্ছে এবং পারস্পরিক আস্থার সংকট তৈরি হচ্ছে।

হাওজা নিউজ এজেন্সি: আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাকায়ি বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান ও নীতির অস্থিরতা আলোচনার সফলতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি সম্ভব নয়।

তিনি আরও বলেন, ইরান বহু বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ সহ্য করে আলোচনা চালিয়ে যাচ্ছে। অথচ, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার যে দাবি তোলা হচ্ছে, তা ইরানের দৃষ্টিকোণ থেকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য।

মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরায়েলপন্থি দলগুলোর চাপ প্রসঙ্গে বাঘাই বলেন, এই চাপের কারণে ওয়াশিংটনের কূটনৈতিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়ছে এবং মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সমাধানের পথ রুদ্ধ হচ্ছে

আপনার কমেন্ট

You are replying to: .
captcha