বৃহস্পতিবার ২২ মে ২০২৫ - ২০:১৫
ইরানে আক্রমণ করলে তেল আবিব ধ্বংসাত্মক জবাব পাবে

ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি আজ বৃহস্পতিবার ইসরাইলি শাসনগোষ্ঠীকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ইরানে যে কোনো হামলার জবাবে দখলকৃত ভূমির অভ্যন্তরেই ধ্বংসাত্মক জবাব দেয়া হবে।”

হাওজা নিউজ এজেন্সি:  ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেন, “যদি ভ্রান্ত ইহুদিবাদী শাসনগোষ্ঠী মূর্খতাসুলভ কোনো পদক্ষেপ নেয় এবং আক্রমণ করে, তবে তার ক্ষুদ্র ভূখন্ডের মধ্যেই ধ্বংসাত্মক ও চূড়ান্ত জবাব পাবে। 

ইরানের সামরিক শক্তির উল্লেখযোগ্য বৃদ্ধি
আইআরজিসি মুখপাত্র জোর দিয়ে বলেন, “গত কয়েক বছরের তুলনায় আমরা সব দিক থেকে শক্তিশালী হয়েছি। আমাদের সামরিক অগ্রগতি বিস্ময়কর।”

তিনি আরও যোগ করেন, “ইসরাইল ধ্বংস না হলে বিশ্ব ও অঞ্চলে স্থিতিশীলতা ফিরবে না।”

ইরানের সামরিক প্রস্তুতির সর্বোচ্চ স্তর
এদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ জেনারেল মোহাম্মদ বাকেরি আজ জানান, “দেশের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। কোনো হুমকির মুখে সমানুপাতিক ও কঠোর জবাব দেওয়া হবে।” 

আপনার কমেন্ট

You are replying to: .
captcha