সোমবার ৭ জুলাই ২০২৫ - ১৫:৪৯
জর্জিয়ার মুসলমানদের আয়াতুল্লাহ খামেনেয়ী ও ইরানি জাতির প্রতি সংহতি প্রকাশ

গর্জিয়ার (তথা জর্জিয়া) শিয়া মুসলমানরা তাসুয়া ও আশুরা উপলক্ষে আয়োজিত ধর্মীয় শোকযাত্রায় অংশগ্রহণ করে এক ব্যতিক্রমধর্মী দৃশ্যের অবতারণা করেন। এই শোকযাত্রায় তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ীর ছবি উত্তোলনের মাধ্যমে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও একাত্মতা প্রকাশ করেন।

হাওজা নিউজ এজেন্সি: প্রথমবারের মতো জর্জিয়ায় আয়োজিত আশুরার শোকানুষ্ঠানে সর্বোচ্চ নেতার ছবি উত্তোলন করা হয়। এতে শোকযাত্রাটি শুধুমাত্র ধর্মীয় অনুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং ইরানের নেতৃত্বের প্রতি এই অঞ্চলের শিয়া মুসলমানদের আস্থা ও আনুগত্যেরও প্রতীক হয়ে ওঠে।

এ উপলক্ষে মারনেউলি শহরের ইমাম আলী (আ.) মসজিদের ইমাম হুজ্জাতুল ইসলাম হাজি হাজি য়্যুফ বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমাদের মনে কোনো সন্দেহ নেই—আমরা সত্যের পক্ষে, ইতিহাসের সঠিক দিকে অবস্থান করছি এবং আমরা ওয়সলিয়্যায়ে ফকীহ-এর পাশে আছি।”

এই বক্তব্য গর্জিয়ার শিয়া মুসলমানদের সুস্পষ্ট অবস্থান ও নীতিগত সমর্থনকে তুলে ধরে—যা তারা ইরানের ইসলামী নেতৃত্ব ও সর্বোচ্চ নেতার প্রতি পোষণ করে আসছেন।

এই শোকযাত্রা ছিল কেবলমাত্র কারবালার শোক পালনের উপলক্ষ নয়, বরং ইসলামী ঐক্য, আদর্শ এবং আধ্যাত্মিক নেতৃত্বের প্রতি আনুগত্যের এক জ্বলন্ত দৃষ্টান্ত।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha