হাওজা নিউজ এজেন্সি: ইমাম হুসাইন (আলাইহিস সালাম) এক মূল্যবান হাদীসে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অপার ফজিলত তুলে ধরেছেন।
ইমাম হুসাইন (আ.) বলেন,
مَنْ سَرَّهُ أَنْ یُنْسَأَ فِی أَجَلِهِ وَ یُزادَ فی رِزْقِهِ فَلْیَصِلْ رَحِمَهُ
যে ব্যক্তি চায় তার আয়ু দীর্ঘ হোক এবং জীবিকা বৃদ্ধি পাক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।
[বিহারুল আনওয়ার, খণ্ড ৭১, পৃষ্ঠা ৯১]
এই হাদীস আমাদের মনে করিয়ে দেয়, আত্মীয়তার সম্পর্ক কেবল সামাজিক সৌহার্দ্য বজায় রাখে না, বরং তা আল্লাহর কাছে এতটাই মূল্যবান যে এর বিনিময়ে তিনি আয়ু দীর্ঘ করেন ও রিজিক বাড়িয়ে দেন। তাই পারিবারিক সম্পর্ককে অবহেলা না করে নিয়মিত খোঁজখবর নেওয়া, সহানুভূতি দেখানো এবং সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই একজন মু’মিনের কর্তব্য। এই হাদীস বাস্তব জীবনে প্রয়োগ করে আমরা দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ করতে পারি।
আপনার কমেন্ট