হওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, মুজাহিদ ও মুক্তচিন্তার আলেম, সাইয়্যেদ মাহদি মোসাভি বাহরাইনি বলেন: মর্যাদাবান ইমাম খামেনেয়ী, ইমাম মাহদী (আ.জ.)-এর পর শিয়া জগৎ, ইসলাম ও বিশ্বের সব মুক্তিকামী মানুষের সবচেয়ে বড় লাল রেখা।
তাঁর প্রতি আক্রমণ ভাবনার মধ্যেই থাকা সন্ত্রাসী ইহুদি দখলদার শাসকগোষ্ঠী, ঔপনিবেশিক শক্তি এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থের জন্য আত্মঘাতী পদক্ষেপ।
যদি দখলদার ইসরাইল বা তার মিত্র যুক্তরাষ্ট্র এই ভয়াবহ পাপের পথে অগ্রসর হয় এবং বিপ্লবী এই নেতার একটি সাদা চুলও ক্ষতিগ্রস্ত হয়, তাহলে দশ হাজার নয়, শত শত হাজার ঈমানদার ও প্রতিরোধী যুবক অঞ্চল ও বিশ্বের বিভিন্ন দেশে জিহাদ ও শাহাদাতের প্রকল্পে রূপান্তরিত হবে।
আপনার কমেন্ট