হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, গতকাল বাদ এশা একটি শোকানুষ্টানের আয়োজন করা হয়, ২৫-শে মহররম ইসলামের চতুর্থ ইমাম হযরত যয়নুল আবেদিন (আঃ)-এর শাহাদতের স্মরণে এই শোকানুষ্টানটি আয়োজন করে কুমারপুর গ্রামের হুসাইন প্রেমিকগণ৷
শোকানুষ্টানটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া' শহরের নিকটে অবস্থিত কুমারপুর গ্রামের ইমামী যয়নাবিয়া নামক ইমামবাড়ীতে আয়োজন করা হয়৷
উক্ত ইমামবাড়ী'তে এদিনের এই শোক মজলিসে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মওলানা মুনির আব্বাস নাজাফি সাহেব ও সত্যের পথে পত্রিকার সম্পাদক সেখ মুস্তাক আহমদ৷
এই শোক মজলিসের শ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন কুমারপুর গ্রামের নারী পুরুষ, শিশু তরুন যুবকগণ৷
উক্ত মজলিসে পবিত্র কোরআন, হাদিস ও ইতিহাসের আলোকে পবিত্র নবীর পবিত্র আহলে বাইতের দ্বীনি ফজিলত-সহ ২৫-শে মহররম চতুর্থ ইমাম হযরত যয়নুল আবেদিন (আঃ) জীবনেতিহাস, তাঁর জ্ঞান, তাঁর বৈশিষ্ট ও ইসলামে তাঁর অবদান'কে তুলে ধরা হয়৷
আপনার কমেন্ট