শুক্রবার ২৫ জুলাই ২০২৫ - ২৩:১১
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ আহমদ শাবানীর ইন্তেকালে ভারতে প্রতিনিধি ওলিয়ে ফকীহের শোকবার্তা

কারগিল-লাদাখ: কারগিল-লাদাখের প্রখ্যাত আলেম, বিনয়ী শিক্ষক এবং আহলে বাইতের (আ.) শিক্ষার এক নিষ্ঠাবান খেদমতগার হুজ্জাতুল ইসলাম ও মুসলিমিন শেখ আহমদ শাবানীর ইন্তেকালের খবরে ভারতের সর্বোচ্চ নেতার (রাহবারে মুআজ্জাম) প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন সাইয়্যেদ আব্দুল মজিদ হাকিম ইলাহি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমের জ্ঞানগত ও দাওয়াতি খেদমতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর পরিবার ও শাগরিদদের প্রতি সমবেদনা জানান।

হাওযা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম শেখ আহমদ শাবানীর ইন্তেকালে সাইয়্যেদ হাকিম ইলাহি যে শোকবার্তা পাঠিয়েছেন, তা নিচে উপস্থাপন করা হলো:

بسم الله الرحمن الرحيم

“إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ”

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, যে এক পরহেযগার আলেম, বিনয়ী শিক্ষক এবং দ্বীনে ইসলাম ও আহলে বাইতের শিক্ষার এক আন্তরিক ও নিষ্ঠাবান খাদেম হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ আহমদ শাবানী এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাঁর ইন্তেকালের সংবাদ হৃদয় ও আত্মাকে বিষণ্ন করে দিয়েছে।

মরহুম কারগিল-লাদাখের ইসলামি ও জ্ঞানচর্চার অঙ্গনে একজন প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি তাঁর সমগ্র কল্যাণময় জীবন উৎসর্গ করেছিলেন শিক্ষাদান, দাওয়াতি কাজ, যুবসমাজের নৈতিক ও আধ্যাত্মিক গঠন এবং ঈমানদার সমাজ গড়ে তোলার কাজে।
তিনি মাশহাদে মুক্বাদ্দাস ও নাজাফে আশরাফে বিখ্যাত আলেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে ভারত ও থাইল্যান্ডে আহলে বাইতের (আ.) শিক্ষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি ছিলেন ইসলামী বিপ্লবের একনিষ্ঠ সমর্থক, হজরত ইমাম খোমেইনি (রহ.)-এর চিন্তাধারার অনুসারী এবং বর্তমান নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনেই (দা.)-এর এক বিশ্বস্ত অনুসারী।

মরহুমের উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে রয়েছে—মুম্বাইয়ে ইমাম আমিরুল মু'মিনিন (আ.) মাদরাসা এবং জামেয়াতুল বতূল-এর দায়িত্ব পালন এবং মহারাষ্ট্রে ইমাম হাদি (আ.) মাদরাসার পরিচালনা ও ব্যবস্থাপনা। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি শিক্ষাব্যবস্থা, নৈতিক উন্নয়ন এবং তরুণদের আত্মগঠনে প্রশংসনীয় অবদান রেখেছেন।

তাঁর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল উত্তম আখলাক, খালিস খেদমতগারি, উদার দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার্থীদের আত্মশুদ্ধি ও আত্মিক উন্নয়নের প্রতি গভীর মনোযোগ।

আমি এই বেদনাদায়ক ইন্তেকালে মরহুমের সম্মানিত পরিবার, হাওযায়ে ইলমিয়াহসমূহ, তাঁর ছাত্রবৃন্দ এবং লাদাখ অঞ্চলের সব ঈমানদার ভাইবোনদের প্রতি গভীর সমবেদনা ও শোক জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি মরহুম আলেমে রাব্বানীকে জান্নাতুল আলিয়্যায় উচ্চ মর্যাদা দান করুন, তাঁকে ওলিয়ায়ে ইলাহির সঙ্গী করুন এবং তাঁর পরিবারের সকল সদস্য ও প্রিয়জনদের ধৈর্য ও উত্তম পুরস্কারে ভূষিত করুন।


ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
সাইয়্যেদ আব্দুল মজিদ হাকিম ইলাহি
(প্রতিনিধি, ওলি-ই-ফকীহ, ভারত)

আপনার কমেন্ট

You are replying to: .
captcha