বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ - ০৮:২২
হিজবুল্লাহ কখনোই অস্ত্র ইসরায়েলের হাতে তুলে দেবে না: শেখ নাঈম কাসেম

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, প্রতিরোধ আন্দোলনের অস্ত্র কখনোই ইসরায়েলি শত্রুর হাতে তুলে দেওয়া হবে না। তিনি বলেন, হিজবুল্লাহর অস্ত্র লেবাননের সার্বভৌমত্ব রক্ষার জন্য ব্যবহৃত হবে, আত্মসমর্পণের জন্য নয়। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের ভূমিকাকেও তীব্র ভাষায় সমালোচনা করেন, যা লেবাননের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও বিভেদ উসকে দিচ্ছে বলে মন্তব্য করেন।

হাওজা নিউজ এজেন্সি: হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বুধবার শহীদ প্রতিরোধ নেতা সাইয়্যেদ ফুয়াদ শোকারের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক টেলিভিশন ভাষণে বলেন, "প্রতিরোধ কখনোই ইহুদিবাদী শত্রুর কাছে অস্ত্র হস্তান্তর করতে রাজি হবে না। হিজবুল্লাহর অস্ত্র হলো লেবাননের আত্মরক্ষার মাধ্যম, কোনো আত্মসমর্পণের প্রতীক নয়।"

ভাষণের শুরুতে তিনি শহীদ ফুয়াদ শোকারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “তিনি ছিলেন হিজবুল্লাহর নৌবাহিনী গঠনের প্রাথমিক পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডার।”

তিনি হামাসের সাবেক নেতা শহীদ ইসমাইল হানিয়েকেও স্মরণ করেন, যিনি একই দিনে তেহরানে শাহাদাত বরণ করেন।

শেখ কাসেম তাঁর বক্তব্যে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে তীব্রভাবে সমালোচনা করে বলেন, “যুক্তরাষ্ট্র লেবাননকে ধ্বংস করে দিচ্ছে, যাতে করে ইসরায়েলি আগ্রাসন বাস্তবায়ন সহজ হয়।”

তিনি উল্লেখ করেন যে, “যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনে ইসরায়েলকে সহায়তা করছে এবং লেবাননের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।” তাঁর মতে, যুক্তরাষ্ট্র লেবাননকে তাদের তথাকথিত ‘গ্রেটার মিডল ইস্ট’ প্রকল্প বাস্তবায়নের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়।

শেখ কাসেম আরও বলেন, “প্রতিরোধের অস্ত্র লেবাননের গৌরব—কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে এ বিষয়ে আত্মসমর্পণের দাবি করা উচিত নয়।” তিনি যোগ করেন, “লেবাননের প্রতিরোধ আন্দোলন রাষ্ট্র গঠনের একটি মৌলিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত।”

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “যারা হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবি তোলে, তারা আসলে ইসরায়েলের ষড়যন্ত্র বাস্তবায়নে সহযোগিতা করছে।”

আপনার কমেন্ট

You are replying to: .
captcha