হাওজা নিউজ এজেন্সি: বৃহস্পতিবার দেওয়া এক টেলিভিশন ভাষণে আল-হুথি বলেন, “গাজায় ইসরায়েলি আগ্রাসনের মূল পরিকল্পনাকারী হলো যুক্তরাষ্ট্র। তারা শুধু অস্ত্র ও গোয়েন্দা সহায়তাই নয়, বরং সরাসরি লজিস্টিক ও কূটনৈতিক সমর্থনও দিচ্ছে ইসরায়েলকে।”
তিনি আরও বলেন, “যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পেছনে না থাকত, তাহলে এই দখলদার ও অপরাধী রাষ্ট্র বহু আগেই ধসে পড়ত। সুতরাং ইসরায়েলের সব যুদ্ধাপরাধ আসলে আমেরিকারও অপরাধ।”
আল-হুথি গাজায় ফেলা তথাকথিত মানবিক সহায়তার কঠোর সমালোচনা করে বলেন, “প্যারাসুটে ফেলা খাদ্যসামগ্রী নিছক প্রহসন, যা ফিলিস্তিনি জনগণের মর্যাদার অবমাননা। প্রকৃত সাহায্য হলো অবরোধ তুলে নেওয়া এবং স্থলপথে নিরাপদ ও পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করা।”
তিনি আরও জানান, প্রতিরোধ অক্ষ—যার মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ও ইয়েমেনের সশস্ত্র বাহিনী—ইসরায়েলের বিরুদ্ধে বহুমুখী চাপ জারি রেখেছে। ইয়েমেনের নতুন নৌ-অভিযানের ঘোষণা এই ঐক্যবদ্ধ প্রতিরোধের কৌশলগত গভীরতা ও সমন্বয়ের প্রতিফলন।
তার ভাষ্য অনুযায়ী, “এই প্রতিরোধ ততদিন অব্যাহত থাকবে যতদিন না গাজার জনগণ অবরোধ মুক্ত হয় এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধ হয়।”
আপনার কমেন্ট