হাওজা নিউজ এজেন্সি: রোববার (৩ আগস্ট) ইস্তাম্বুলে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তুর্কি গণমাধ্যম হুরিয়েত ডেইলি নিউজ এ তথ্য জানিয়েছে।
এরদোগান বলেন, “যেসব দৃশ্য আমরা কেবল নাৎসি কনসেনট্রেশন ক্যাম্পে দেখার কল্পনা করতাম, আজ তা গাজায় বাস্তব হয়ে উঠেছে। তথাকথিত সভ্য দুনিয়ার চোখের সামনে এই মানবতা ধ্বংসের চিত্র প্রতিনিয়ত স্পষ্ট হচ্ছে।”
তিনি ইসরাইলের সামরিক অভিযানে ফিলিস্তিনিদের ওপর চালানো সহিংসতাকে "গত শতাব্দীর অন্যতম নির্মম গণহত্যা" হিসেবে উল্লেখ করেন।
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, “গাজায় কেবল শিশুরাই নয়, মানবতার প্রতীক হয়ে থাকা সব কিছুই ধ্বংস করে দেওয়া হচ্ছে এমন একদল খুনির দ্বারা, যারা নিরপরাধ মানুষের রক্ত পান করে টিকে আছে। খাদ্য বিতরণ কেন্দ্রগুলো পর্যন্ত রেহাই পাচ্ছে না। সেগুলো এখন পরিণত হয়েছে মৃত্যু-কেন্দ্রে।”
তিনি আরও জানান, “একটি বস্তা আটা কিংবা এক চুমুক পানির জন্য গাজার মায়েরা জীবন বাজি রাখছেন। ক্লান্তিতে লুটিয়ে পড়া মানুষদেরই প্রথমে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে।”
এরদোগান এর আগেও গাজায় ইসরাইলি অভিযান ও ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
আপনার কমেন্ট