সোমবার ৪ আগস্ট ২০২৫ - ০৯:৪২
গাজায় মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ প্রয়োজন: ইরানি মুখপাত্র

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজায় চলমান মানবিক বিপর্যয় বন্ধে নির্ভরযোগ্য ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখন আর নিন্দা ও বিবৃতির সময় নয়, বরং সময় এসেছে বাস্তব পদক্ষেপ নেওয়ার।

হাওজা নিউজ এজেন্সি: শনিবার রাতে নিজের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বাকায়ি লেখেন, “ফিলিস্তিনিদের একদিকে পরিকল্পিতভাবে না খাইয়ে মারা হচ্ছে, অন্যদিকে অত্যাধুনিক মার্কিন ও জার্মান তৈরি অস্ত্র দিয়ে গণহত্যা চালানো হচ্ছে। খাদ্যসামগ্রীর জন্য অপেক্ষমাণ মানুষের লাইনগুলোকে ইচ্ছাকৃতভাবে মৃত্যু ফাঁদে পরিণত করা হচ্ছে। রোগীরা খাবার ও ওষুধের অভাবে প্রাণ হারাচ্ছেন।”

তিনি আরও বলেন, “গত দুই বছরের বর্বর বিমান হামলা ও ধ্বংসযজ্ঞে দুই লাখের বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন। গাজার প্রায় ৯০ শতাংশ এলাকা পরিণত হয়েছে বসবাসের অযোগ্য এক ধ্বংসস্তূপে। পুরো গাজাবাসীই চরমভাবে মানসিকভাবে বিপর্যস্ত।”

বাকায়ি বলেন, “আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত কেবল প্রতিক্রিয়া জানানো নয়, বরং অবিলম্বে দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারি করা, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা।”

সংবাদে আরও উল্লেখ করা হয়, শনিবার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই খাদ্য সহায়তার অপেক্ষায় ছিলেন।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৬০,৪৩০ জন নিহত এবং ১,৪৮,৭২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সূত্রটি।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha