হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আহলে সুন্নাতের বরেণ্য আলেমদের মধ্যে পূর্বাঞ্চলের অন্যতম বিশিষ্ট আলেম হলেন মুল্লা মুহাম্মদ ওমর সারবাজী। তিনি ‘তাফসির তাবইন আল-ফুরকান’-এর রচয়িতা এবং বর্তমানে জীবিত অধিকাংশ মাওলানাই তাঁর শিষ্য হিসেবে পরিচিত।
সম্প্রতি নবী মুহাম্মদ (সা.)-এর শাহাদাত প্রসঙ্গে তাঁর একটি ব্যাখ্যা আলোচনায় এসেছে। সারবাজীর মতে, মহানবী (সা.)-কে অভিশপ্ত ইহুদিরা শহীদ করেছে। তবে এই ব্যাখ্যার সঙ্গে অনেকেই একমত নন এবং ভিন্নমত পোষণ করছেন।
ধর্মীয় গবেষকরা বলছেন, এ বিষয়ে সঠিক ঐতিহাসিক প্রমাণ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন, যাতে মুসলিম সমাজ একটি সুস্পষ্ট ধারণা পেতে পারে।
আপনার কমেন্ট