মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ - ১৫:২৪
নবীর শাহাদাত প্রসঙ্গে মুল্লা মুহাম্মদ ওমর সারবাজীর দাবি

সারবাজীর মতে, মহানবী (সা.)-কে অভিশপ্ত ইহুদিরা শহীদ করেছে। তবে এই ব্যাখ্যার সঙ্গে অনেকেই একমত নন এবং ভিন্নমত পোষণ করছেন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আহলে সুন্নাতের বরেণ্য আলেমদের মধ্যে পূর্বাঞ্চলের অন্যতম বিশিষ্ট আলেম হলেন মুল্লা মুহাম্মদ ওমর সারবাজী। তিনি ‘তাফসির তাবইন আল-ফুরকান’-এর রচয়িতা এবং বর্তমানে জীবিত অধিকাংশ মাওলানাই তাঁর শিষ্য হিসেবে পরিচিত।

সম্প্রতি নবী মুহাম্মদ (সা.)-এর শাহাদাত প্রসঙ্গে তাঁর একটি ব্যাখ্যা আলোচনায় এসেছে। সারবাজীর মতে, মহানবী (সা.)-কে অভিশপ্ত ইহুদিরা শহীদ করেছে। তবে এই ব্যাখ্যার সঙ্গে অনেকেই একমত নন এবং ভিন্নমত পোষণ করছেন।

ধর্মীয় গবেষকরা বলছেন, এ বিষয়ে সঠিক ঐতিহাসিক প্রমাণ ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন, যাতে মুসলিম সমাজ একটি সুস্পষ্ট ধারণা পেতে পারে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha