হাওজা নিউজ এজেন্সি: ইমাম জাফর সাদিক (আ.) বলেছেন,
لَا تَدَعْ زِیَارَةَ الحُسَیْنِ بْنِ عَلِیٍّ علیه السلام یَمُدُّ اللّهُ فِی عُمُرِکَ وَ یَزِیدُ فِی رِزْقِکَ وَ یُحْیِیکَ اللّهُ سَعِیدًا وَلَا تَمُتْ إِلَّا شَهِیدًا.
“(সামর্থ ও সুযোগ থাকলে) ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারত কখনো পরিহার করো না, কারণ (এর মাধ্যমে) আল্লাহ তোমার আয়ু দীর্ঘ করবেন, তোমার রিযিক বৃদ্ধি করবেন, তোমাকে সুখী ও সম্মানিত জীবন এবং শহীদী মৃত্যু দান করবেন।”
[ওয়াসায়েলুশ-শিয়া, খণ্ড ১৪, পৃষ্ঠা ৪৩১]
সুতরাং, প্রতিটি মুমিনের জন্য ইমাম হুসাইন (আ.)-এর জিয়ারত শুধু একটি সাধারন আনুষ্ঠানিকতা নয়, বরং এটি জীবনের সমস্ত ক্ষেত্রে আশীর্বাদের সম্ভার। এ জিয়ারতের মাধ্যমে আল্লাহর অশেষ রহমত, সাফল্য ও করুণা অর্জন সম্ভব, যা হৃদয় ও আত্মার উজ্জীবনের অনন্য উৎস।
আপনার কমেন্ট