হাওজা নিউজ এজেন্সি: সেমিনারির প্রচার ও সাংস্কৃতিক বিভাগ এ বিষয়ে বলেছে:
প্রশ্ন: অন্য ধর্মের অনুসারী কিংবা অধর্মী ব্যক্তিরা কি জান্নাত বা জাহান্নামে যাবে?
সার্বিক জবাব
ইসলামের বার্তা যাদের কাছে পৌঁছায়নি:
যদি কেউ ইসলামের আগমনের আগে মৃত্যুবরণ করে, অথবা এমন অঞ্চলে বাস করে যেখানে ইসলামের বার্তা পৌঁছায়নি, তবে তাকে সেই ধর্ম অনুযায়ী বিচার করা হবে যা তার কাছে পৌঁছেছিল। সে যদি সেই ধর্মের নির্দেশনা মেনে চলে, তবে জান্নাত লাভ করবে; কিন্তু অবহেলা করলে শাস্তি ভোগ করবে।
যারা কোনো ধর্ম অনুসরণ করে না:
ধর্মহীনদের ক্ষেত্রে বিচার হবে তাদের বুদ্ধি ও বিবেকের আলোকে। যদি তারা সৎকর্মে নিয়োজিত থাকে ও মন্দ থেকে বিরত থাকে, তবে জান্নাতের যোগ্য হবে। কিন্তু বিবেকবর্জিত জীবনযাপন করলে তাদের শাস্তি দেওয়া হবে। আল্লাহর প্রজ্ঞায় কোনো জাতিই তাঁর বার্তা ও পথপ্রদর্শক ছাড়া থাকে না।
যারা ধর্ম অনুসন্ধান করে:
যদি কেউ বিভিন্ন ধর্ম অধ্যয়ন করে এবং কোনো একটিকে সত্য বলে বিশ্বাস করে, পরে তার শিক্ষার অনুসারে জীবন যাপন করে, তবে আল্লাহ তার আমল গ্রহণ করবেন। সে ইসলাম, খ্রিস্টান বা ইহুদি—যে ধর্মই অনুসরণ করুক না কেন। তবে সেই ধর্মের বিধান অমান্য করলে শাস্তি ভোগ করতে হবে।
যারা জেনেশুনে সত্য অস্বীকার করে:
যদি কেউ সত্য ধর্মকে চিনে ফেলে, তবুও কুসংস্কার, শত্রুতা বা স্বার্থের কারণে তা অস্বীকার করে, তবে সে অবশ্যই জাহান্নামে যাবে। অন্য কোনো সৎকর্মও তাকে রক্ষা করতে পারবে না।
ইসলামই মানব জীবনের পরিপূর্ণতার চূড়ান্ত পথ। তবে আল্লাহর ন্যায়বিচার নিশ্চিত করে যে প্রত্যেক মানুষকে তার জ্ঞান, সুযোগ ও প্রচেষ্টার ভিত্তিতে বিচার করা হবে। সত্যকে গ্রহণ করে তার আলোকে সৎপথে চলাই মুক্তি ও জান্নাতের প্রকৃত চাবিকাঠি।
আপনার কমেন্ট