হাওজা নিউজ এজেন্সি: বিশ্ব মুসলিম ঐক্য সপ্তাহ এবং ইসলামের মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে প্রদত্ত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ইয়েমেনের বিপ্লবী জনগণের সংগ্রামী ইতিহাস মানব সভ্যতার এক গৌরবময় অধ্যায় হিসেবে লিপিবদ্ধ থাকবে।
তিনি জোর দিয়ে বলেন, সাহসী ইয়েমেনি নেতাদের শাহাদাতও সেই জনগণের অদম্য মনোবল ও মুক্তির আন্দোলনকে দমাতে পারবে না।
আয়াতুল্লাহ জন্নাতি বলেন, বর্তমান বিশ্বে ইসলামী উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্ব একটি অবিসংবাদিত ও অপরিহার্য বাস্তবতা।
ফিলিস্তিনের চলমান মর্মান্তিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যদি ইসলামী উম্মাহ প্রকৃত ঐক্য ও সংহতিতে আবদ্ধ থাকত, তবে দখলদার ইসরাইল কখনো গাজার নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এতো ভয়াবহ অপরাধ সংঘটিত করতে পারত না।
তিনি সতর্ক করে বলেন, ইসলামের শত্রুরাই মুসলিমদের মধ্যে বিভেদ ও শত্রুতার বীজ বপন করছে এবং মুসলিম দেশগুলোর ঐক্য ভাঙতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।
আয়াতুল্লাহ জন্নাতি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কেউ ইসরাইলি শাসনের এই অপরাধের মুখে নীরব থাকে, সে কার্যত তাদের অপরাধে শরিক হয় এবং যুদ্ধ ও অমানবিকতার বিস্তারে সহযোগিতা করে।
আপনার কমেন্ট