হাওজা নিউজ এজেন্সি: তেহরান থেকে পাঠানো শোকবার্তায় মহাসচিব উল্লেখ করেন, কুনার ও নঙ্গরহার প্রদেশে সংঘটিত এ মর্মান্তিক ভূমিকম্প ইরানের জনগণ ও সরকারের পাশাপাশি আমার জন্যও গভীর বেদনা ও শোকের কারণ হয়েছে।
বার্তার মূল অংশে তিনি কুরআনের আয়াত উল্লেখ করেন:
إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَیْهِ رَاجِعونَ...
وَلَنَبْلُوَنَّکُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِینَ
“আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব কখনও ভয় ও ক্ষুধার দ্বারা, কখনও সম্পদ, জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে; আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও।”
তিনি আরও বলেন, “আমি আফগানিস্তানের প্রিয় জনগণ, বিশেষত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার অধিবাসী ও দেশটির সরকারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিশেষভাবে আপনাদের প্রতি এই শোকবার্তা প্রেরণ করছি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন নিহতদের ওপর রহমত, মাগফিরাত ও সন্তুষ্টি নাযিল করেন, আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলিকে ধৈর্য ও উত্তম প্রতিদান প্রদান করেন।”
হামিদ শহরিয়ারি
মহাসচিব, ইসলামি মাযহাবসমূহের ঐক্য বিষয়ক বিশ্ব ফোরাম
আপনার কমেন্ট