বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৫ - ১০:২৭
আফগানিস্তানে ভূমিকম্প: সমবেদনা জানালেন ইসলামি মাযহাবসমূহের ঐক্য বিষয়ক বিশ্ব ফোরামের মহাসচিব

ইসলামি মাযহাবসমূহের ঐক্য বিষয়ক বিশ্ব ফোরামের মহাসচিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন হামিদ শাহরিয়ারি আফগানিস্তানে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে বহু প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি পৃথক বার্তায় আফগানিস্তানের শিয়া ওলামা পরিষদের প্রধান আয়াতুল্লাহ সালেহি এবং তাবলীগ, হজ ও ওয়াক্ফ মন্ত্রী ড. নূরমুহাম্মদ সাকিব-এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

হাওজা নিউজ এজেন্সি: তেহরান থেকে পাঠানো শোকবার্তায় মহাসচিব উল্লেখ করেন, কুনার ও নঙ্গরহার প্রদেশে সংঘটিত এ মর্মান্তিক ভূমিকম্প ইরানের জনগণ ও সরকারের পাশাপাশি আমার জন্যও গভীর বেদনা ও শোকের কারণ হয়েছে।

বার্তার মূল অংশে তিনি কুরআনের আয়াত উল্লেখ করেন:

إِنَّا لِلّهِ وَإِنَّا إِلَیْهِ رَاجِعونَ...

وَلَنَبْلُوَنَّکُمْ بِشَیْءٍ مِّنَ الْخَوفْ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الأَمَوَالِ وَالأنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِینَ
“আমরা অবশ্যই তোমাদের পরীক্ষা করব কখনও ভয় ও ক্ষুধার দ্বারা, কখনও সম্পদ, জীবন ও ফসলের ক্ষতির মাধ্যমে; আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও।”

তিনি আরও বলেন, “আমি আফগানিস্তানের প্রিয় জনগণ, বিশেষত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকার অধিবাসী ও দেশটির সরকারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিশেষভাবে আপনাদের প্রতি এই শোকবার্তা প্রেরণ করছি। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন নিহতদের ওপর রহমত, মাগফিরাত ও সন্তুষ্টি নাযিল করেন, আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলিকে ধৈর্য ও উত্তম প্রতিদান প্রদান করেন।”

হামিদ শহরিয়ারি
মহাসচিব, ইসলামি মাযহাবসমূহের ঐক্য বিষয়ক বিশ্ব ফোরাম

আপনার কমেন্ট

You are replying to: .
captcha