শুক্রবার ৫ সেপ্টেম্বর ২০২৫ - ১৫:০৯
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে হামাস প্রতিনিধিদলের বৈঠক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দোহায় হামাস নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধকে সমর্থন জানাতে তেহরানের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

হাওজা নিউজ এজেন্সি: আরাকচি ফিলিস্তিনি জনগণের কিংবদন্তিতুল্য ধৈর্য ও প্রতিরোধের প্রশংসা করে বলেন, জায়োনিস্ট শাসনের নজিরবিহীন অপরাধের মুখেও ফিলিস্তিনিরা অটল রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনি জাতির বৈধ ও ন্যায্য প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করবে, যতক্ষণ না তাদের অধিকার সম্পূর্ণ প্রতিষ্ঠিত হয়।

হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও গাজা উপত্যকার প্রধান খলিল আল-হাইয়া নেতৃত্ব পরিষদ ও রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্যসহ আরাকচির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গাজার সাম্প্রতিক রাজনৈতিক ও ময়দানি পরিস্থিতি, জায়োনিস্ট শাসনের অব্যাহত গণহত্যা, অপরাধ বন্ধের প্রচেষ্টা এবং বন্দি বিনিময় প্রসঙ্গ আলোচিত হয়।

আরাকচি গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি অপরাধের ভয়াবহতা তুলে ধরে বলেন, গাজার নিরীহ জনগণের ওপর অনাহার ও দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হচ্ছে এবং খাদ্য বিতরণের লাইনে নারী-শিশুকেও হত্যা করা হচ্ছে। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের ক্রমবর্ধমান ঢেউকে ফিলিস্তিনে চলমান গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক সমাজের জাগরণের স্পষ্ট নিদর্শন হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি, তিনি ইসলামি দেশগুলোর সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন, যেন গণহত্যা বন্ধ হয়, অবরুদ্ধ জনগণের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছে যায় এবং অপরাধী জায়নিস্ট নেতাদের বিচারের মুখোমুখি করে শাস্তি দেওয়া হয়।

হামাস নেতা খলিল আল-হাইয়া বৈঠকে গাজার সর্বশেষ ময়দানি পরিস্থিতি এবং অপরাধ বন্ধের প্রচেষ্টা ও বন্দি বিনিময়ের বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। তিনি ইরানের নেতৃত্ব, সরকার ও জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক মুক্তিকামী জনগণের, বিশেষত ইয়েমেনের সংগ্রামী জাতির, ফিলিস্তিনি আন্দোলনের সঙ্গে সংহতির প্রশংসা করেন।

তিনি জোর দিয়ে বলেন, ভয়াবহ অপরাধ চালালেও জায়োনিস্ট শাসন কখনোই ফিলিস্তিনি জাতির প্রতিরোধ ও বৈধ অধিকার রক্ষার অদম্য সংকল্পকে দমন করতে পারবে না। খলিল আল-হাইয়া গাজার অবরোধ তুলে নেওয়া, জরুরি মানবিক সহায়তা প্রেরণ এবং জায়োনিস্ট শাসনের দখলদারিত্ব, গণহত্যা ও অঞ্চলব্যাপী যুদ্ধ উসকানির নীতিকে প্রতিরোধ করার জন্য বৈশ্বিক ঐক্য ও পদক্ষেপের আহ্বান জানান।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha