বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ২০২৫ - ১০:২৬
হিজবুল্লাহর সংসদীয় ফ্রাকশন: প্রতিরোধের অস্ত্র বিষয়ে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লেবাননের সংসদে হিজবুল্লাহর “ওফাদারি লিলমুকাওমাহ” (প্রতিরোধের প্রতি আনুগত্য) ফ্রাকশন এক বিবৃতিতে জানিয়েছে, সরকারকে শত্রুর স্বার্থে পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকতে হবে এবং প্রতিরোধের অস্ত্র নিয়ে এমন সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে, যা জাতীয় সনদের পরিপন্থী ও দেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে।

হাওজা নিউজ এজেন্সি: বিবৃতির শুরুতে হিজবুল্লাহর এমপিরা ইয়েমেনি নেতাদের ইসরাইলি হামলায় শাহাদাতের ঘটনায় সমবেদনা ও অভিনন্দন জানান এবং ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামে ইয়েমেনের ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করেন।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, লেবাননের স্বাধীনতা ও সার্বভৌম মর্যাদা রক্ষার শর্ত হলো—সরকারকে তার নীতি পুনর্বিবেচনা করতে হবে, শত্রুর খেলার মাঠে নামা বন্ধ করতে হবে এবং প্রতিরোধের অস্ত্রকে লক্ষ্য করে গৃহীত ভ্রান্ত সিদ্ধান্ত বাতিল করতে হবে। সরকারের উচিত সংসদ স্পিকার নাবিহ বেরির প্রস্তাবিত সংলাপ ও সমঝোতার পথকে সংকট সমাধানের একমাত্র কার্যকর উপায় হিসেবে গ্রহণ করা—যে সংকট মূলত সরকারের ভুল সিদ্ধান্ত ও বিদেশি শক্তির নির্দেশে দেশকে জড়িয়ে ফেলা নীতির ফলাফল।

হিজবুল্লাহ ফ্রাকশন আরও উল্লেখ করে, সরকারের এখন কর্তব্য হলো জাতীয় ঐক্যে যে ফাটল সৃষ্টি হয়েছে তা পূরণ করা; এমন ফাটল, যা ভুল পদক্ষেপের কারণে লেবাননের স্থিতিশীলতা ও শান্তিকে হুমকির মুখে ফেলেছে। পাশাপাশি সরকারের দায়িত্ব হলো সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনে ধ্বংসপ্রাপ্ত অঞ্চলগুলোর পুনর্গঠন শুরু করা এবং নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে আন্তরিকভাবে কাজ করা।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, সরকারকে সংঘাত ও বিভ্রান্তির পরিবেশ দূর করে মন্ত্রিসভার ঘোষণাপত্রে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে এবং জনগণের অর্থনৈতিক ও জীবনযাত্রার সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একইসাথে, কোনো ব্যাখ্যা বা কাটছাঁট ছাড়া তাইফ চুক্তি-এর পূর্ণ বাস্তবায়নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।

বর্তমান নীতির সমালোচনা করে হিজবুল্লাহ ফ্রাকশন কঠোর ভাষায় জানায়, এটি এক তিক্ত বিদ্রূপ যে—একটি সরকার, যা নিজেকে সংস্কার ও মুক্তির দাবিদার হিসেবে উপস্থাপন করে, সেই সরকার থেকেই দুর্নীতি প্রসারিত হচ্ছে এবং বিদেশি শক্তির নির্দেশের মুখে অসহায়ত্ব প্রকাশ করছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha