হাওজা নিউজ এজেন্সি: কারবালা হাওজায় সাপ্তাহিক নৈতিকতা বিষয়ক বক্তব্যে তিনি বলেন—সমসাময়িক সময় সম্পর্কে সচেতনতা ও নিপীড়িতদের পাশে দাঁড়ানোই প্রকৃত আলেমদের প্রধান বৈশিষ্ট্য। তিনি উল্লেখ করেন, উদ্ধত শক্তিগুলো মুসলিম দেশগুলোর সম্পদ, প্রাকৃতিক সম্পদ এবং স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেড়ে নিয়েছে। তাই আদর্শিক, সাংস্কৃতিক ও বাস্তবিক সব ক্ষেত্রেই আগেভাগে প্রস্তুতি গ্রহণ করা জরুরি।
পবিত্র কুরআনের উদ্ধৃতি টেনে তিনি বলেন, প্রস্তুতির অভাব দুর্বলতার প্রতীক এবং তা আল্লাহর অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়। একইসঙ্গে তিনি জায়নিস্ট শাসনের হাতে ফিলিস্তিনি সাধারণ মানুষের বিরুদ্ধে সংঘটিত অপরাধের কঠোর নিন্দা জানিয়ে একে “বর্বর ও বর্ণবাদী চরিত্র”-এর স্পষ্ট প্রমাণ বলে আখ্যায়িত করেন।
আয়াতুল্লাহ মুদাররেসি তাঁর বক্তব্যের উপসংহারে বলেন, প্রতিরোধের সর্বাধিক কার্যকর অস্ত্র হলো নেকের আদেশ ও মন্দের নিষেধ (আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার)। তবে এর পদ্ধতি অবশ্যই আধুনিক যোগাযোগ মাধ্যম এবং সমকালীন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিকশিত করতে হবে।
আপনার কমেন্ট