হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, আহলে সুন্নাতের প্রখ্যাত আলেম নূরুদ্দীন আলী ইবনে আহমদ সমহূদী শাফেয়ী (রহ.), যিনি ৯১১ হিজরিতে ইন্তেকাল করেন, তাঁর প্রসিদ্ধ গ্রন্থ ওয়াফাউল ওয়াফা বে-আখবারিল মুসতাফা-এর (পৃষ্ঠা ৯০৬) আলোচনায় এক গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করেছেন।
তিনি বলেন, তুমি কি জানো কেন হযরত ফাতিমা (রা.)-এর কবর প্রকাশ্যে দৃশ্যমান ছিল না?
এর উত্তরে তিনি ব্যাখ্যা করেন: আল্লাহ তা’আলা এভাবে ইচ্ছা করেছেন যে আমরা তাঁর (রা.)-এর কবরের সঠিক অবস্থান সম্পর্কে না জানি। তাই তাঁর কবর প্রকাশিত হয়নি এবং দৃশ্যমানও হয়নি।
শুধু হযরত ফাতিমা (রা.) নন, বরং অনেক সালাফে সালেহীন ও আহলে বাইতের (আ.) ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটেছে।
গ্রন্থে আরও উল্লেখ রয়েছে
তাদের সাথে এমন ঘটনার অন্যতম কারণ হলো শাসকদের শত্রুতা। প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত শাসকরা আহলে বাইতের প্রতি বৈরিতা পোষণ করেছেন। এ কারণেই হযরত ফাতিমা (রা.)-এর কবর গোপন রাখা হয়েছিল।
এ থেকে প্রতীয়মান হয় যে, হযরত ফাতিমা (রা.)-এর কবরের অজ্ঞাত অবস্থান কেবল ঐতিহাসিক কাকতাল নয়; বরং এর পেছনে আল্লাহর ইচ্ছা এবং যুগে যুগে রাজনৈতিক বাস্তবতাও গভীরভাবে জড়িত।
আপনার কমেন্ট