সোমবার ৮ সেপ্টেম্বর ২০২৫ - ১৫:১৫
আজ বাস্তব অঙ্গনে ইসলামী ঐক্য একটি অবশ্যম্ভাবী প্রয়োজন

ইসলামী মাযহাবসমূহের নৈকট্য প্রতিষ্ঠার জন্য বিশ্ব ফোরামের মহাসচিব বলেন: এ সংবেদনশীল সময়ে, যখন বিশ্ব এক সুস্পষ্ট দ্বন্দ্বে নিমজ্জিত, ইসলামী ঐক্যের তত্ত্ব আল্লাহর অভিভাবকত্ব ও ঈমানী ভ্রাতৃত্বের ভিত্তিতে পূর্বের তুলনায় আরও বেশি গুরুত্বের সাথে উত্থাপিত হচ্ছে এবং আজ বাস্তব অঙ্গনে ইসলামী ঐক্য একটি অবশ্যম্ভাবী প্রয়োজন।

হাওযা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হামীদ শহরিয়ারি ৩৯তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিদের শুভেচ্ছা জানিয়ে ঐক্য সপ্তাহ, মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর শুভ জন্মবার্ষিকীতে অভিনন্দন জানান।

তিনি বলেন: ৩৯তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন “নবী রহমত ও উম্মতের ঐক্য” শিরোনামে এবং ফিলিস্তিন ইস্যুর ওপর বিশেষ গুরুত্বারোপের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। গত পাঁচ দফা সম্মেলনের মূল লক্ষ্য ছিল ইসলামী সমাজগুলোর ঐক্য এবং কুরআনের ‘উম্মাহ ওয়াহিদাহ’ ধারণা ও ইসলামী দেশসমূহের একটি ইউনিয়নের দিকে অগ্রসর হওয়া।

হুজ্জাতুল ইসলাম শহরিয়ারি আরও যোগ করেন: এ সংবেদনশীল সময়ে, যখন বিশ্ব এক সুস্পষ্ট দ্বন্দ্বে নিমজ্জিত, ইসলামী ঐক্যের তত্ত্ব আল্লাহর অভিভাবকত্ব ও ঈমানী ভ্রাতৃত্বের ভিত্তিতে পূর্বের তুলনায় আরও বেশি গুরুত্ব পাচ্ছে এবং আজ বাস্তব অঙ্গনে ইসলামী ঐক্য একটি অবশ্যম্ভাবী প্রয়োজন।

মহাসচিব বলেন: আজ ইরান একমাত্র দেশ নয় যে ঐক্যের পতাকা উঁচিয়ে ধরেছে; আমরা মিশর, সৌদি আরব, তুরস্কসহ অন্যান্য ইসলামী দেশেও নৈকট্য ও ঐক্যের ভাষ্যের বিস্তার প্রত্যক্ষ করছি।

হুজ্জাতুল ইসলাম ও মুসলিমীন ড. হামীদ শহরিয়ারি, ইসলামী মাযহাবসমূহের নৈকট্য প্রতিষ্ঠার জন্য বিশ্ব ফোরামের মহাসচিবের পূর্ণ বক্তব্য নিচে প্রদান করা হলো:

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যেদিনা মুহাম্মাদ ওয়া আ’লেহিত ত্বাহেরীন ওয়া সাহবিহিল মুনতাজাবীন ওয়া মান তাবি’আহুম বিইহসানিন ইলা ইয়াওমিদ্দীন।

আমি মহানবী হযরত মুহাম্মাদ (সা.) ও ইমাম জাফর সাদিক (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকীর এই আনন্দময় দিনে ৩৯তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনের সকল সম্মানিত অতিথি ও উপস্থিত ব্যক্তিদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্রী ইরানের সম্মানিত রাষ্ট্রপতি ড. মাসউদ পেজেশকিয়ানকে ধন্যবাদ জানাই, যিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই সেই আলেম ও বিদ্বজ্জনদের প্রতি, যারা দেশের বাইরে থেকে কিংবা তেহরানের বাইরে থেকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন।

৩৯তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন “নবী রহমত ও উম্মতের ঐক্য” শিরোনামে এবং ফিলিস্তিন ইস্যুর ওপর গুরুত্বারোপের মাধ্যমে শুরু হচ্ছে। এ বছর হলো হযরত মুহাম্মাদ মুস্তাফা (সা.)-এর শুভ জন্মের ১৫০০তম বার্ষিকী। এই উপলক্ষে এ বছরকে “নবী রহমত” বর্ষ হিসেবে নামকরণ করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্রী ইরানে এ উপলক্ষে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যাতে এই অনুষ্ঠানগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এর সূচনা হচ্ছে এই আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনের মাধ্যমে।

গত পাঁচ দফা সম্মেলনের মূল লক্ষ্য ছিল, ইসলামী সমাজগুলোকে কুরআনিক ও আদর্শিক ধারণা ‘উম্মাহ ওয়াহিদাহ’-এর দিকে পরিচালিত করা এবং ইসলামী দেশগুলোর একটি ইউনিয়ন প্রতিষ্ঠার ব্যবস্থা করা; যাতে ইসলামী দেশগুলোর সীমারেখা ক্রমে ম্লান হয়ে যায়, একটি অভিন্ন ইসলামী মুদ্রা প্রচলিত হয় এবং একটি যৌথ সংসদ কার্যকর হয়, যা সম্মিলিত ও ঐকমত্যমূলক আইন ও বিধান প্রণয়ন করতে সক্ষম হবে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha